পর্যায় সারণির কর্ণ সম্পর্ক কি?
পর্যায় সারণির কিছু কিছু মৌলের ক্ষেত্রে দেখা যায় যে এদের ধর্ম, মৌলটি যে পর্যায়ে অবস্থিত তার পরবর্তী পর্যায়ের পরের শ্রেণীতে কোনাকোনিভাবে অবস্থিত মৌলের ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ। পর্যায় সারণির দু’টি ভিন্ন পর্যায়ে অবস্থিত দু’টি মৌলের এ ধরনের সম্পর্ককে “কর্ণ সম্পর্ক” বলা হয়।
উদাহরণ হিসাবে বলা যায় ২য় পর্যায়ের IA শ্রেণীর মৌল Li এর সাথে ৩য় পর্যায়ের IIA শ্রেণীর মৌল Mg কিছু কিছু ধর্ম সাদৃশ্যপূর্ণ। একইভাবে Be ও Al এবং B ও Si এদের ধর্মেও যথেষ্ট সাদৃশ্য রয়েছে।
কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নিক চার্জ বৃদ্ধি পেতে থাকে, তবে আয়তন কমতে থাকে, ফলে পােলারীকরণ শক্তি বৃদ্ধি পেতে থাকে। অন্যদিকে শ্ৰেণীর উপর থেকে নিচের দিকে গেলে আয়তন বৃদ্ধি পায় এবং পােলারীকরণ শক্তি কমতে থাকে। তাই কোনাকোনিভাবে অবস্থিত মৌল জোড়ের পােলারীকরণ শক্তি খুব কাছাকাছি থাকে বলে এদের ধর্মের ভেতরও বেশ সাদৃশ্য দেখা যায়। এই সব মৌলের গঠিত যৌগসমুহের বন্ধন প্রকৃতি, শক্তি এবং ধর্মের খুব মিল থাকে।