নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কাকে বলে?
কোনো পরমাণুর সর্ববহিঃস্থ স্তরের যে ইলেকট্রন যুগল বন্ধন গঠনে যুক্ত থাকে না, তাকে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বলে।
নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের উপস্থিতি অণুর আকৃতিতে প্রভাব ফেলে কেন?
বন্ধন সৃষ্টিতে ব্যবহৃত বন্ধন জোড় ইলেকট্রন সংশ্লিষ্ট দুইটি পরমাণুর কেন্দ্রকেই প্রদক্ষিণ করে। কিন্তু কেন্দ্রীয় পরমাণুতে উপস্থিত মুক্ত জোড় ইলেকট্রন কেবলমাত্র ঐ একটি পরমাণুকেই কেন্দ্র করে ঘুরে। এজন্য মুক্ত ইলেকট্রন জোড়বিশিষ্ট অর্বিটালে ইলেকট্রন মেঘের ঘনত্ব কেন্দ্রীয় পরমাণুর নিকট শেয়ারকৃত ইলেকট্রন যুগল অপেক্ষা বেশি হয়। এদের অধিকতর বিকর্ষণের কারণে অণুর আকৃতি কিছুটা বিকৃত হয়।
আরো পড়ুন-
১। ব্লিচিং পাউডার (Bleaching powder) কি? সাবান ও ডিটারজেন্টর মধ্যে পার্থক্য কি?
২। বুনসেন বার্নার কি? What is Bunsen burner in Bengali?
৩। ব্যুরেট কি? ব্যুরেট ব্যবহারের কৌশল। (Burette in Bengali)
৪। কনিক্যাল ফ্লাস্ক কি? কনিক্যাল ফ্লাস্ক ব্যবহারের কৌশল। (Conical Flask in Bengali)
৫। ফাস্ট এইড বক্স কি? What is First aid box in Bengali/Bangla?