তরঙ্গের ব্যতিচার কাকে বলে? সকল উপসুর সমমেল নয়- ব্যাখ্যা কর।
দুটি বা ততোধিক তরঙ্গ একই দিকে চলতে থাকলে এদের উপরিপাতনের ফলে কখনো তীব্রতা খুব বেড়ে যায় অথবা কখনো তীব্রতা কমে যায় বা একেবারে শূন্য হয়ে যায়। এ ঘটনাকে তরঙ্গের ব্যতিচার বলে। ব্যতিচারের ক্ষেত্রে শব্দ তরঙ্গ দুটির কম্পাঙ্ক ও বিস্তার প্রায় সমান হয়। একই দিকে চলমান দুটি শব্দ তরঙ্গ যে স্থানে উপরিপাতনের ফলে একই দশায় মিলিত হয় সেখানে শব্দের তীব্রতা বেশি হয় যেখানে তরঙ্গ দুটি বিপরীত দশায় মিলিত হয় সেখানে শব্দের তীব্রতা সর্বনিম্ন হয়।
সকল উপসুর সমমেল নয়- ব্যাখ্যা কর।
কোনো স্বরে বিদ্যমান সুরগুলোর মধ্যে যেটির কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে মূল সুর বা মৌলিক সুর বলে। অন্য়ান্য় সুর, যাদের কম্পাঙ্ক মূল সুরের থেকে বেশি তাদেরকে উপসুর বলে। আবার কোনো কোনো উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক। তাদেরকে ঐ মূল সুরের সমমেল বলে। কাজেই সকল সমমেল উপসুর কিন্তু সকল উপসুর সমমেল নয়।