তথ্য প্রযুক্তি
ডেটা কমিউনিকেশন মিডিয়া কাকে বলে? থিননেট ও থিকনেট ক্যাবলের মধ্যে পার্থক্য কি?
যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সমিশন বা স্থানান্তরিত হয় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বা মিডিয়া বলে। যখন কেউ যোগাযোগ করে বা করতে চায় তখন তাকে কোন কোন ট্রান্সমিশন মাধ্যমের সাহায্য নিতে হয়। যেমন- ক্যাবল/তার, টেলিফোন লাইন, বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ ইত্যাদি।
থিননেট ও থিকনেট ক্যাবলের মধ্যে পার্থক্য কি?
থিননেটঃ
- থিন কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহার করে যে নেটওয়ার্ক গড়ে উঠে তাকে বলা হয় থিননেট।
- থিন কো-এক্সিয়াল ক্যাবলের ব্যাস ০.২৫ ইঞি।
- কোনো প্রকার রিপিটার ছাড়া এটি ১৮৫ মিটার পর্যন্ত ব্যবহার করা যায়।
- এ ধরনের নেটওয়ার্ককে ১০ বেজ ২ (10 Base 2) ও বলা হয়।
- এতে BNC কানেক্টর ব্যবহৃত হয়।
থিকনেটঃ
- থিক কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহার করে যে নেটওয়ার্ক গড়ে উঠে তাকে বলা হয় থিকনেট।
- থিক কো-এক্সিয়াল ক্যাবলের ব্যাস ০.৫ ইঞ্চি।
- এটি কোনো প্রকার রিপিটার ছাড়া ৫০০ মিটার দৈর্ঘ্য পর্যন্ত ব্যবহার করা যায়।
- এ ধরনের নেটওয়ার্ককে ১০ বেজ ৫ (10 Base 5) নেটওয়ার্কও বলা হয়।
- এতে জাম্পয়ার ট্যাম্প ও ড্রপ ক্যাবল ব্যবহার করা হয়।