তথ্য প্রযুক্তি
ডিজিটাল টেক্সট (Digital Text) কি? ডিজিটাল টেক্সটের বৈশিষ্ট্য
ডিজিটাল টেক্সট আসলে কম্পিউটারে লেখা টেক্সটেরই একটি বিশেষরূপ, যাকে ভিডিও ফাইলের সাথে সংযুক্ত করে বর্ণিল, চলমান ও শব্দময় করা যায়।
ডিজিটাল টেক্সটের বৈশিষ্ট্য :
১. ডিজিটাল টেক্সট চলমান।
২. ডিজিটাল টেক্সটকে নানা রঙে, নানা ঢংয়ে, নানা আকৃতিতে সাজানো যায়।
৩. ডিজিটাল টেক্সটের সাথে অডিও, ভিডিও এবং গ্রাফিক্সের সমন্বয় করা যায়।
৪. ডিজিটাল টেক্সট শুধুমাত্র কাগজেই ছাপা হয় না, সিডি কিংবা অন্যান্য মাধ্যমেও সংরক্ষিত হতে পারে।