রসায়ন বিজ্ঞান
গুণগত রসায়ন কি? গুণগত রসায়নের গুরুত্ব।
গুণগত রসায়ন হলো রসায়ন পাঠের একটি অতি গুরুত্বপূর্ণ পাঠ। গুণগত রসায়নে আমরা কোনো যৌগে কোনো মৌল বা মূলক বা যৌগ কি পরিমাণে আছে তা নির্ণয় করতে পারি। এছাড়াও গুণগত রসায়নে আমরা পদার্থের অভ্যন্তরীণ গঠন, বর্ণালি, শনাক্তকরণ পরীক্ষা, মৌল বা যৌগের পৃথকীকরণ, ক্রোমাটোগ্রাফি, Rf ইত্যাদি গুরত্বপূর্ণ বিষয় আলোচিত হয়। সুতরাং একথা অনস্বীকার্য যে রসায়নে গুণগত রসায়নের গুরুত্ব অপরিসীম।