জীববিজ্ঞান

ক্রোমোপ্লাস্ট কাকে বলে? ক্রোমোপ্লাস্ট এর কাজ কি? (Chromoplast in Bengali)

সবুজ বর্ণ ব্যতীত যে কোন রঙিন প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্টিড বা ক্রোমোপ্লাস্ট (Chromoplast) বলে। ক্রোমোপ্লাস্টে দুই ধরনের রঞ্জক থাকে– লাল বর্ণের ক্যারোটিন ও হলুদ বর্ণের জ্যান্থোফিল।

ক্রোমোপ্লাস্ট এর কাজ (Function of Chromoplast)

১. সবুজ বর্ণ ব্যতীত উদ্ভিদের অন্যান্য বর্ণ ক্রোমোপ্লাস্ট প্রদান করে।

২. ক্রোমোপ্লাস্ট পরোক্ষভাবে উদ্ভিদের বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে।

৩. ক্রোমোপ্লাস্টের কারণে ফুলের বর্ণ আকর্ষণীয় হয় এবং কীটপতঙ্গ, প্রজাপতি আকৃষ্ট হয়ে পরাগায়ন ঘটায়।

আরো পড়ুনঃ-

১। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্টের কাজ কি? (Chloroplast in Bengali)

২। ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য কি?

৩। ক্লোরোফিল কি? ক্লোরোফিলের কাজ কি? (Chlorophyll in Bengali)

৪। ফার্মাকোলজি কি? ফার্মাকোলজির প্রয়োগ। Pharmacology in Bengali

৫। ক্রোমোনেমা (Chromonema), ক্রোমোমিয়ার (Chromomere) ও টেলোমিয়ার (Telomere) কি?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button