ইন্টারনেট

ওয়েব ব্রাউজার (Web browser) কাকে বলে?

ওয়েবে কোনাে তথ্য দেখার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়েব ব্রাউজার (Web browser) বলে। যেমনঃ গুগােল ক্রোমমজিলা ফায়ারফক্সঅপেরাইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি। এই ধরনের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে একজন ব্যবহারকারী যেকোনাে ওয়েবপেইজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লােকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনাে ওয়েবসাইটের যেকোনাে লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলােড কিংবা দেখতে পারেন। কোনাে ওয়েবসাইটে অবস্থিত লেখা এবং ছবি একই অথবা ভিন্ন ওয়েবসাইটের সাথে আন্তঃসংযুক্ত (হাইপারলিঙ্কড) থাকলে একটি ওয়েব ব্রাউজার একজন ব্যবহারকারীকে দ্রুত এবং সহজে এইসকল লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে অবস্থিত অসংখ্য ওয়েবপেইজের সাথে তথ্য আদান-প্রদানে সাহায্য করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button