এডোবি ইলাস্ট্রেটর সিএস (Adobe Illustrator CS) কি?
এডোবি ইলাস্ট্রেটর সিএস (Adobe Illustrator CS) একটি এডিটিং সফটওয়্যার। ডিজাইনের জগতে যে সফটওয়্যারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে তার নাম এডোবি ইলাস্ট্রেটর সিএস। এই সফটওয়্যার দিয়ে ছবি আঁকা, অন্য কোন মাধ্যমের ছবি ইমপোর্ট করে তার ওপর এডিটিং করাসহ ডেস্কটপ পাবলিশিং এর যাবতীয় কাজগুলো সুন্দরভাবে করা যায়।
সম্ভবত নব্বই দশকের শুরুর দিকে বাংলাদেশে ইলাস্ট্রেটর নামের সফটওয়্যারটির আগমন ঘটে। সেই সময় এই সফটওয়্যারের ৪ কিংবা ৫ নম্বর ভার্সনটি বাংলাদেশে চালু ছিল। সেটা ছিল অ্যাপল মেকিনটোশ কম্পিউটারের জন্য নির্দিষ্ট করা। কারণ, তখন উইন্ডোজ আবিষ্কৃত হয়নি। আর ডস মোডে এই ধরনের গ্রাফিক্স সফটওয়্যারের কথা কল্পনাও করা যায় না। পরবর্তীতে উইন্ডোজ প্রবর্তনের পাশাপাশি অন্যান্য সফটওয়্যার আপগ্রেডেশনের সাথে এডোবি ইলাস্ট্রেটর নামের সফটওয়্যারটি সব ধরনের কম্প্যাটিবল যন্ত্রের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এখন অ্যাপল মেকিনটোশ কম্পিউটারে ইলাস্ট্রেটরের ব্যবহার আর সীমাবদ্ধ নেই। সেটা বিস্তৃত হয়েছে আইবিএম কম্প্যাটিবল কম্পিউটারের ব্যবহারকারীদের কাছে।