আর্টিকেল
ঋগ্বেদ কি? ঋগ্বেদ পাঠের উপকারিতা।
ঋগ্বেদ হল প্রাচীন ভারতীয় বৈদিক সংস্কৃত স্তোত্রাবলির একটি সংকলন। এই গ্রন্থটি বেদ নামে পরিচিত চারটি সর্বপ্রধান হিন্দু ধর্মগ্রন্থের অন্যতম। ঋগ্বেদ গ্রন্থের চারটি স্তর লক্ষিত হয়। যথা: “সংহিতা”, “ব্রাহ্মণ”, “আরণ্যক” ও “উপনিষদ্”। “ঋগ্বেদ সংহিতা” অংশটি হল এই গ্রন্থের মূল অংশ।
ঋগ্বেদ পাঠের উপকারিতা
ঋগ্বেদ পাঠ করলে আমরা বিভিন্ন দেব-দেবী সম্পর্কে জানতে পারি। অগ্নি, ইন্দ্র, ঊষা, রাত্রি, বায়ু প্রভৃতি প্রাকৃতিক শক্তির মাধ্যমে ঈশ্বরের অসীম ক্ষমতা উপলব্ধি করা যায়। তাঁদের কর্মচাঞ্চল্যকে আদর্শ করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।