পদার্থবিজ্ঞান
ইলেকট্রন ভোল্ট বা eV কি?
কাজ বা শক্তির একটি একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। সাধারণত পারমাণবিক ও নিউক্লিয় পদার্থবিদ্যায় শক্তির এই একক ব্যবহৃত হয়। তড়িৎক্ষেত্রের দুটি বিন্দুর বিভব পার্থক্য যদি 1V হয় তবে একটি ইলেকট্রন মুক্তভাবে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে গতিশীল হলে যে গতিশক্তি লাভ করে তাকে 1 ইলেকট্রন ভোল্ট বা সংক্ষেপে 1eV বলে। অর্থাৎ একটি বিন্দু থেকে 1V বিভব পার্থক্যের অন্য একটি বিন্দুতে একটি ইলেকট্রনকে সরাতে যে কাজ হয় তাই এক ইলেকট্রন ভোল্ট।