পদার্থবিজ্ঞান
অ্যামিটার কি? অ্যামিটারের কাজ
অ্যামিটার একটি বৈদ্যুতিক যন্ত্র। এর সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়। অ্যামিটার বর্তনীর সাথে শ্রেণি সংযােগে যুক্ত থাকে। এই যন্ত্রে একটি গ্যালভানােমিটার থাকে। গ্যালভানােমিটার হচ্ছে সেই যন্ত্র যার সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয় করা যায়। এই গ্যালভানােমিটারে বিক্ষেপ নির্ণয়ের জন্য একটি সূচক বা কাটা লাগানাে থাকে। সূচকটি অ্যাম্পিয়ার, মিলিঅ্যাম্পিয়ার বা মাইক্রোঅ্যাম্পিয়ার এককে দাগকাটা একটি স্কেলের উপর ঘুরতে পারে। বিদ্যুৎ কোষের মতাে অ্যামিটারেও দুটি সংযােগ প্রান্ত থাকে, একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক প্রান্ত। সাধারণত ধনাত্মক প্রান্ত লাল এবং ঋণাত্মক প্রান্ত কালাে রঙের হয়।