YouTube কে আবিষ্কার করেন ? ইউটিউব এর ইতিহাস বাংলাতে
YouTube এর আবিষ্কার কোন দেশে হয় ?
বর্তমান সময়ে ইন্টারনেটে দুটো সব থেকে অধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন রয়েছে যেগুলোকে সব থেকে অধিক পরিমানে ব্যবহার করা হয়।
সেগুলোর মধ্যে প্রথম সব থেকে অধিক ব্যবহার হওয়া সার্চ ইঞ্জিন হলো, “Google” এবং তারপর “YouTube“.
অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম গুলোর মধ্যে ইউটিউব সব থেকে অধিক জনপ্রিয় ভিডিও সার্চ ইঞ্জিন।
বর্তমান সময়ে, যখনি আমাদের কোনো বিষয়ে তথ্য সংগ্রহ করতে হয় বা কোনো কিছু শিখতে হয়, তখন আপনার Google search engine বা YouTube search engine এর ব্যবহার করে থাকি।
ইউটিউব আবিষ্কার হওয়ার পর থেকেই এর মধ্যে বিশ্বজুড়ে লাখ লাখ ভিডিও গুলো আপলোড করা হয় এবং বর্তমানে যেকোনো বিষয়ে হাজার হাজার ভিডিও ইউটিউবে রয়েছে।
Bollywood, Hollywood, entertainment, tutorial, comedy, movies, short film, online course ইত্যাদি প্রত্যেক বিষয়ে ভিডিও আপনারা এখানে পাবেন।
YouTube এর ব্যবহার দুধরণে করা যেতে পারে,
প্রথম, আপনারা একটি ইউটিউব চ্যানেল তৈরি করে একজন ভিডিও নির্মাতা (video creator) হিসেবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন এবং ভবিষ্যতে অনলাইন টাকা ইনকাম করার সুযোগ পাবেন।
দ্বিতীয়তে, আপনারা একজন ইউসার (user) হিসেবে YouTube এর মাধ্যমে অন্যদের আপলোড করা ভিডিও গুলো ফ্রীতে দেখতে পারবেন।
YouTube এর মধ্যে প্রত্যেক দিন প্রায় 2 billion visitors ভিসিট করে থাকেন এবং প্রত্যেক মিনিটে ৩০০ ঘন্টার থেকেও অধিক ভিডিও আপলোড করা হয়ে থাকে।
এর থেকেই আপনারা বুঝতে পারছেন হয়তো যে ইউটিউব কতটা জনপ্রিয় এবং বিখ্যাত।
চলুন, নিচে আমরা স্পষ্ট ভাবে এবং সরাসরি জেনেনেই এই জনপ্রিয় অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর এর জনক কে বা কে আবিষ্কার করেছে ইউটিউব।
ইউটিউব কে আবিষ্কার করেন ?
ইউটিউব এর আবিষ্কার ৩ জন বন্ধু একসাথে মিলে করেছিলেন।
February 14, 2005, তারিখে তিন বন্ধু Steve Chen, Chad Hurley এবং Jawed Karim দ্বারা ওয়েবসাইটটি রেজিস্টার করা হয়েছিল।
এই তিন বন্ধু বিখ্যাত American e-commerce company “PayPal” এর সাবেক কর্মচারী (former employee) ছিলেন।
YouTube এর আবিষ্কার তাদের একটি বিশেষ ধারণার থেকেই হয়ে থাকে।
তারা চেয়েছিলেন যাতে সাধারণ ব্যক্তিরা তাদের বানানো ভিডিও (home videos) গুলো অনলাইনে শেয়ার করার সুবিধা এবং মজা পেতে পারেন।
সেই সময় ইন্টারনেটে কেবল সার্চ ইঞ্জিন (search engine) উপলব্ধ ছিল যার মাধ্যমে লোকেরা যেকোনো তথ্য (information) গুলো অনলাইনে খুঁজতে পারতেন।
তবে, কোনো ঘটনা বা যেকোনো ধরণের ভিডিও গুলোকে সরাসরি শেয়ার করার জন্য বা দেখার জন্য কোনো ধরণের মাধ্যম ছিলোনা।
Steve Chen, Chad Hurley এবং Jawed Karim, এনারা এরকম একটি মাধ্যম খুঁজতে ছিলেন যার মাধ্যমে videos গুলোকে অনলাইনে শেয়ার করা সম্ভব হতো।
তাই এই ধারণার সাথে তিন বন্ধু মিলে একটি অনলাইন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট তৈরি করলেন এবং এভাবেই তারা ইউটিউবের আবিষ্কার করলেন যেখানে অনেক সহজেই যেকোনো ভিডিও আপলোড করে শেয়ার করা এবং সেগুলোকে দেখা সম্ভব ছিল।
তারা তাদের প্রথম ভিডিওটি Jawed karim এর channel এর মধ্যে আপলোড করেছিলেন এবং ভিডিওটি “me at the zoo” নামে upload করা হয় এবং ভিডিওটিতে Jawed একটি চিড়িয়াখানাতে হাতির সামনে দাঁড়িয়ে ছিলেন।
YouTube এর প্রথম ভিডিওটি কেবল ১৯ সেকেন্ডের ছিল।
YouTube এর আবিষ্কার কোন দেশে হয় ?
প্রায় প্রচুর বিখ্যাত আবিষ্কার গুলোর মতোই ইউটিউবের আবিষ্কার করা হয় আমেরিকাতে।
যেই ব্যক্তির কাছে computer বা mobile এবং internet এর connection ছিল, তারা অনেক সহজেই YouTube এর মাধ্যমে ভিডিও কনটেন্ট দেখতে পারতেন এবং চাইলে নিজেদের ভিডিও কনটেন্ট আপলোড করতেন।
বর্তমান ইউটিউব এর মালিক কে ?
এমনিতে যখন ইউটিউব এর জনক বা ইউটিউব এর আবিষ্কারক কে এই দুটি প্রশ্ন করা হয়, তখন আমরা ওপরে বলা তিন বন্ধুর নাম (Steve Chen, Chad Hurley এবং Jawed Karim) বলে থাকি।
কিন্তু, যদি জিগেশ করা হয় যে বর্তমা ইউটিউবের মালিক কে ? তাহলে এর উত্তর সম্পূর্ণ আলাদা হবে।
এখনের সময়ে YouTube এর মালিক হলো “Google“.
YouTube আবিষ্কার হওয়ার ১৮ মাস পর এর জনপ্রিয়তার ওপরে নজর দিয়ে ৯ অক্টবর ২০০৬ তারিখে Google দ্বারা $1.65 billion এর বিপরীতে YouTube কিনে নেওয়া হলো।
বর্তমান YouTube এর মালিক হলো “Google” এবং এর সদর দপ্তর California, United States এর মধ্যে রয়েছে।
ইউটিউব এর ইতিহাস – History of YouTube
চলুন এবার আমরা ইউটিউব এর সাথে জড়িত কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস এর বিষয়ে জেনেনেই।
- YouTube এর website টি February 14, 2005 তারিখে register করা হয় Steve Chen, Chad Hurley এবং Jawed Karim দ্বারা।
- বেটা (beta) হিসেবে সাইট চালু করার পরে পরেই May 2005 থেকে এখানে প্রায় 30,000 visitors প্রত্যেক দিন আসতে শুরু করলো।
- এর পর, December 15, 2005 তারিখে YouTube কে officially launch করা হলো।
- এই সময় পর্যন্ত ইউটিউবের মধ্যে প্রত্যেক দিন প্রায় ২ মিলিয়ন থেকেও অধিক ভিডিও ভিউস (views) হতে শুরু হলো।
- January 2006 আসতে আসতে ইউটিউবের মধ্যে 25 million থেকেও অধিক video views প্রত্যেক দিন হতে শুরু হলো।
- March 2006 পর্যন্ত ইউটিউবের মধ্যে 25 million থেকে অধিক videos উপলব্ধ ছিল। এছাড়া, প্রত্যেক দিন 20,000 থেকেও অধিক নতুন video গুলো YouTube এর মধ্যে upload হতে থাকলো।
- 2006 সালের মধ্যে সময় পর্যন্ত ইউটিউব প্রতিদিন 100 মিলিয়নেরও বেশি ভিডিও পরিবেশন করছিল। এর সাথে সাথে ভিডিও আপলোড হওয়ার গতি সমানেই বাড়তে থাকলো।
- হটাৎ চলে আসা সীমাহীন traffic এবং views এর কারণে ইউটিউবের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়ে থাকলো।
- তাই, কোম্পানির আবার নতুন করে প্রচুর computer equipment এবং প্রচুর broadband connections কিনতে থাকতে হলো।
- এছাড়া, ইউটিউবের মধ্যে copyrighted material / videos upload হওয়ার ফলে এটাও একটি দারুন চিন্তার বিষয় ছিল।
- আর তাই, এই সমস্যা গুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য YouTube ক্রেতা (buyers) খুঁজতে শুরু করলো যারা তাদের platform টি কিনতে রাজি হবেন।
- 2005 সালে American search engine company Google Inc. দ্বারা একটি ভিডিও সেবা “Google Video” নাম launch করা হয়েছিল। তবে, এই platform তেমন অধিক জনপ্রিয়তা এবং ট্রাফিক পেতে সফল হলোনা।
- আর তাই, YouTube এর জনপ্রিয়তার ওপরে নজর দিয়ে Google দ্বারা November 2006 সালে $1.65 billion stocks এর বিপরীতে YouTube কে কিনে নেওয়া হলো।
- এর পর ইউটিউবের মধ্যে প্রচুর features গুলো যোগ করা হলো এবং একে অধিক উন্নত করে তোলা হলো।
- আজ YouTube এর জন্য ভিডিও তৈরি করা content creators রা ভিডিও আপলোড করার বিপরীতে YouTube থেকে টাকা অনলাইনে ইনকাম করার সুযোগ পাচ্ছেন।
ইউটিউবের সাথে জড়িত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- শুরুতে YouTube এর মধ্যে ভিডিও দেখার জন্য আলাদা করে Adobe Flash Player software ইনস্টল করতে হতো।
- তবে, ২০১৫ সালে YouTube দ্বারা HTML5 Video Playback Service এর আরম্ভ করা হলো যার ফলে ভিডিও দেখার জন্য আলাদা করে ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করার প্রয়জন আর থাকলোনা।
- এভাবেই, YouTube এর মধ্যে প্রচুর পরিবর্তন গুলো করা হলো এবং একে আরো আধুনিক এবং উন্নত করা হলো।
- HD videos, YouTube TV, YouTube Red, 3D videos, YouTube monetization, live streaming ইত্যাদি বিভিন্ন ধরণের সেবা নতুন করে যোগ করা হলো।
- YouTube এর মধ্যে ১ মিনিটের মধ্যে প্রায় ৪০০ ঘন্টার ভিডিও আপলোড হয়ে থাকে।
- ইউটিউবে ১ দিনের মধ্যে প্রায় ৫ বিলিয়ন এর অধিক ভিডিও দেখা হয়।
- প্রত্যেক দিন ইউটিউবের মধ্যে প্রায় ৩০ মিলিয়ন লোকেরা ভিসিট করে থাকেন।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা YouTube কে আবিষ্কার করেন এই বিষয়ে জানতে পারলাম।