Technology

ATM এর পূর্ণরূপ কি ? ATM Full Form

ATM এর বিভিন্ন parts গুলো কি কি ?

আজকের আধুনিক সময়ে প্রায় প্রত্যেক ব্যক্তির কাছেই নিজের একটি ব্যাংক একাউন্ট অবশই রয়েছে।

এবং, bank account থাকা মানেই bank এর থেকে টাকা তোলার জন্য আপনার কাছে একটি ATM card অবশই থাকবে।

ATM card এর ব্যবহার করে আমরা ATM machine থেকে নিজের ব্যাংক একাউন্ট এর মধ্যে থাকা টাকা গুলোকে তুলতে পারি।

টাকা তুলা ছাড়া বর্তমান সময়ে ATM এর ব্যবহার আমরা বিভিন্ন কাজেই করে থাকি।

যেমন, নিজের ব্যাংক একাউন্ট থেকে অন্যের ব্যাংক একাউন্টে টাকা পাঠানো, একাউন্ট এর স্টেটমেন্ট চেক করা, একাউন্ট ব্যালান্স চেক করা, ATM / debit card এর PIN change করার ক্ষেত্রে ইত্যাদি বিভিন্ন কাজে একটি এটিএম মেশিন এর ব্যবহার হয়ে থাকে।

এটিএম (ATM) তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, তবে আপনি কি জানেন “ATM এর পূর্ণরূপ কি” ?

বিভিন্ন ধরণের পরীক্ষাতে এই প্রশ্নটি করা হয় এবং সঠিক উত্তর জানা না থাকার ফলে অনেকেই এই প্রশ্নের উত্তর দিতে পারেননা।

আর তাই, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি ATM এর full form এবং এটিএম এর সাথে জড়িত অন্যান্য তথ্য গুলোর বিষয়ে বলতে চলেছি।

এমনিতে এটিএম এর সম্পূর্ণ মানে বা ফুল ফর্ম নিয়ে অনেকেরই একটি ভুল ধারণা রয়েছে।

অনেকেই ভেবে থাকেন যে ATM এর পূর্ণরূপ হলো, “All Time Money“, কিন্তু এটা তাদের ভুল ধারণা।

এমনিতে ATM বিশ্বজুড়ে প্রায় প্রত্যেক দেশেই রয়েছে যার ব্যবহার করে জনসাধারণের e-banking এর লাভ বা সুবিধা পেয়ে যাচ্ছেন।

তবে, প্রায় অনেক দেশ এরকম রয়েছে যেখানে ATM কে অন্যান্য নাম দিয়ে জানা যায়।

যেমন Canada তে ATM কে ABM (Automatic Banking Machine) হিসেবেও জানা যায়।

এবং অন্যান্য অনেক দেশ গুলোতে Cash Point, Cash Machine, Mini Bank এবং “Hole in the wall” ইত্যাদি শব্দের দ্বারাও বুঝানো হয়।

তবে, ATM এর পুরো নাম কী, এই প্রশ্নের উত্তর সরাসরি ভাবে আমি নিচে বলে দিয়েছি।

ATM এর পূর্ণরূপ কি (ATM Full Form In Bengali)

এটিএম এর পুরো নাম হলো, “Automated Teller Machine”.

যদি শব্দ গুলোকে ভেঙে বলা হয় তাহলে এভাবে বলা যেতে পারে।

A – Automated

T – Teller

M – Machine

তবে ওপরে বলা ATM এর মানে বা পুরো নামটি কেবল ব্যাংকিং (banking) এর ক্ষেত্রে বলা যেতে পারে।

এমনিতে, ATM বলতে ব্যাংকিং এর বাইরেও আরো অনেক ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা যেতে পারে।

এটিএম এর কিছু অন্যান্য ফুল ফর্ম গুলো

চলুন এবার আমরা ATM এর কিছু অন্যান্য full form গুলোর বিষয়ে জেনেনেই।

  1. Air traffic Management (ATM).
  2. Asynchronous Transfer Mode (এটা it sector এর একটি telecommunication concept).
  3. Association of Teachers of Mathematics (এটা UK এর একটি Non-profit organization এবং registered charity).
  4.  Angkatan Tentera Malaysia (Malaysian Armed Forces).
  5. Altamira Airport (এটা Altamira, Brazil এর মধ্যে থাকা একটি airport).

ATM কি ? (What is ATM in Bangla)

ATM হলো একটি electronic telecommunications device যেটার ব্যবহার আর্থিক লেনদেন গুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়।

যেমন, নগদ উত্তোলন, টাকা জমা করা, ফান্ড ট্রান্সফার, একাউন্ট স্টেটমেন্ট দেখা ইত্যাদি অন্যান্য বিভিন্ন ধরণের ব্যাংকিং এর সাথে সম্বন্ধিত কাজ গুলো করা ক্ষেত্রে ব্যবহার করা হয়।

এই ধরণের machine এর ব্যবহারের ফলে banking এর প্রক্রিয়া অনেকটা সোজা এবং সরল হয়ে দাঁড়িয়েছে।

কারণ, ATM machine সম্পূর্ণ automatic এবং এর দ্বারা banking সেবার লাভ নেওয়ার জন্য ব্যাংক এর কর্মচারীদের সাথে কোনো ধরণের কথোপকথন এর প্রয়োজন হয়না।

তাই সরাসরি বললে, ATM হলো একটি electronic banking outlet যার মাধ্যমে গ্রাহকেরা bank / branch এর মধ্যে ভিসিট না করেই নিজের bank account এর সাথে জড়িত কিছু basic transactions গুলোকে সহজেই করে নিতে পারেন।

ATM machine এর মাধ্যমে banking transactions গুলোকে করার ক্ষেত্রে একটি বিশেষ ধরণের plastic card ব্যবহার করতে হয়।

এই plastic card গুলোকে ATM card, debit card বা credit card এর নামে জানা যায়।

Card এর ওপরে একটি Magnetic strip লাগানো থাকে যেখানে user এর তথ্য Encoded করা হয়।

আর যখনি এই plastic card এর Magnetic strip টি ATM machine এর সম্পর্কে চলে আসে, তখন ATM স্ক্রিনে user এর bank account এর তথ্য দেখিয়ে দেওয়া হয়।

তবে, আপনার card এর সাথে linked থাকা secret PIN code টি সেখানে দিয়ে দিতে হবে যাতে আপনি transactions গুলো শুরু করতে পারেন।

এটিএম এর পূর্ণরূপ বাংলাতে – Full form of ATM in Bangla

চলুন এবার আমরা সরাসরি জেনেনেই এটিএম এর সম্পূর্ণ নাম বাংলাতে কি হবে।

  • এ – স্বয়ংক্রিয়
  • টি – টেলার
  • ম – মেশিন

ATM এর বিভিন্ন parts গুলো কি কি ?

এমটি ATM machine এর মধ্যে মূলত দুধরণের উপকরণ লাগানো থাকে।

  1. Input device
  2. Output device

Input device গুলো হলো

Card reader – এটিএম মেশিন এর মধ্যে card reader নামের একটি hardware অবশই থাকে যেটা আপনার ATM card এর মধ্যে থাকা Magnetic Strip এর মাধ্যমে card এর data গুলোকে read করে থাকে।

ATM card এর মাধ্যমে গ্রহণ করা user data গুলোকে আবার bank এর server মধ্যে পাঠানো হয় verification এর ক্ষেত্রে।

এবার, ইউসার একাউন্ট এর সাথে জড়িত তথ্য এবং ইউসার এর দ্বারা গ্রহণ করা আদেশের উপর ভিত্তি করে banking transactions গুলোকে করার অনুমতি দেওয়া হয়।

Keypad – ATM machine এর মধ্যে আমরা একটি ছোট keyboard বা keypad দেখে থাকি যেখানে কিছু button দেওয়া থাকে। আর সেই বাটন গুলো ব্যবহার করে আমরা ATM machine কে নির্দেশ দিয়ে থাকি।

যেমন, আমাদের ATM card এর PIN দেওয়া, কত টাকা তুলবেন সেটা জানানো এবং cancel, clear, enter ইত্যাদি ইনপুট গুলো দেওয়া।

Output device গুলো হলো

Display / screen – ATM machine এর মধ্যে একটি display বা screen অবশই থাকে যেখানে আমাদের দিয়ে দেওয়া ইনপুট এর বিপরীতে আউটপুট গুলো প্রদর্শিত করা হয়।

যেমন, ব্যাংক একাউন্টের সাথে জড়িত তথ্য গুলো দেখানো, নির্দেশ দেওয়ার জন্য যেগুলো প্রক্রিয়ার প্রয়োজন সেগুলো এখানে দেখে দেখে করতে হয় ইত্যাদি।

Speaker – বেশিরভাগ ATM machine গুলোতেই একটি speaker আপনারা দেখতে পারবেন। যখন আমরা ATM এর মাধ্যমে কোনো ট্রান্সেকশন বা লেন-দেন গুলো করে থাকি তখন speaker এর মাধ্যমে audio feedback দেওয়া হয়।

Cash dispenser – এটা একটি এটিএম মেশিন এর সব থেকে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার বা আউটপুট ডিভাইস। এর ব্যবহার নগদ উত্তোলন (cash withdrawal) এর ক্ষেত্রে হয়ে থাকে।

Receipt printer – এটিএম মেশিনে করা transaction এর সাথে জড়িত একটি কাগজের স্লিপ (slip) এর মাধ্যমে বের হয়ে আসে যেখানে লেনদেন এর সময়, ডেট, তোলা টাকার পরিমান, জায়গা ইত্যাদি দেওয়া থাকবে।

এটিএম এর প্রকার গুলো – Different types of ATM

চলুন নিচে আমরা এটিএম এর বিভিন্ন প্রকার গুলোর বিষয়ে জেনেনেই।

Online ATM – এটা এমন এক ধরণের এটিএম যেটা bank এর server এর সাথে ২৪ ঘন্টা connected থাকে। এখানে আপনি আপনার bank account এর মধ্যে থাকা টাকা টুকুই তুলতে পারবেন।

Offline ATM – এই ধরণের ATM গুলো ব্যাংক এর ডাটাবেস এর সাথে সংযুক্ত (connected) থাকেনা। আপনি আপনার bank account এর মধ্যে থাকা টাকার অতিরিক্ত টাকা তুলতে পারবেন। তবে, bank আপনার থেকে কিছু জরিমানা নিয়ে থাকে।

On Site ATM – এগুলো এই ধরণের ATM machines যেগুলো bank branch এর সাথে একি জায়গাতে থাকে।

Off Site ATM – ব্যাংক প্রতিষ্ঠান এর বাইরে যেখানে কেবল bank এর ATM machine টি রয়েছে কিন্তু bank এর branch সেখানে নেই, সেরকম ATM গুলোকে off site ATM বলা হয়।

White Label ATM – যেকোনো Non-Banking Financial Companies দ্বারা স্থাপিত করা ATM গুলোকে white label ATM বলে বলা হয়।

Yellow Label ATM – এগুলো এরকম কিছু এটিএম মেশিন যেগুলোকে e-commerce বা online purchase এর জন্য প্রদান করা হয়।

Orange Label ATM – share transactions গুলো করার ক্ষেত্রে এই ধরণের এটিএম সেবা প্রদান করা হয়।

Pink Label ATM – এই ধরণের এটিএম গুলো কেবল মহিলাদের জন্য প্রদান করা হয়।

Green Label ATM – কৃষি লেনদেন এর জন্য এই ধরণের এটিএম প্রদান করা হয়।

 

আজকে আমরা কি জানলাম ?

তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা এটিএম এর সম্পূর্ণ অর্থ কি এবং ATM কাকে বলে এই বিষয়ে জানতে পেরেছি।

এছাড়া, এটিএম এর বিষয়ে অন্যান্য প্রচুর তথ্য আমরা জানতে পারলাম।

আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশই সোশ্যাল মিডিয়াতে আর্টিকেলটি শেয়ার করবেন।

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button