Technology

স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ এসএসডি ৯৯০ প্রো

প্রযুক্তিবাজারে ৯৯০ প্রো সিরিজের নতুন ফ্ল্যাগশিপ সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) নিয়ে এসেছে স্যামসাং

প্রযুক্তিবাজারে ৯৯০ প্রো সিরিজের নতুন ফ্ল্যাগশিপ সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) নিয়ে এসেছে স্যামসাং। প্রতিষ্ঠানটির দাবি, সর্বাধুনিক প্রযুক্তি না থাকলেও নতুন ড্রাইভটি গেমিং, প্রোগ্রামিং ও ফোরকে ভিডিও এডিটিংসহ ভারী কাজে উন্নত অভিজ্ঞতা দেবে। খবর টেকরাডার।

৯৯০ সিরিজ নিয়ে প্রযুক্তিবাজারে বেশ আলোচনা ও গুঞ্জন রয়েছে। কথিত রয়েছে নতুন সলিড স্টেট ড্রাইভটি পিসিআইই ৫.০ ইন্টারফেসে চলতে সক্ষম। তবে দুর্ভাগ্যজনকভাবে স্যামসাংয়ের কাছ থেকে পিসিআইই ৫.০ পর্যায়ের ব্যবহারিক অভিজ্ঞতা পেতে হলে গ্রাহক তথা ব্যবহারকারীদের আরো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। কেননা ৯৯০ সিরিজের এসএসডিতে ৯৮০ সিরিজের মতো পিসিআইই ৪.০ ইন্টারফেস ব্যবহার করা হয়েছে।

সহজ ভাষায় পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট এক্সপ্রেস একটি বর্ধিত বাস যেটি এসএসডি থেকে গ্রাফিকস বা ভিডিও ক্যাপচার কার্ডে তথ্য আদান-প্রদানে ব্যবহার করা হয়ে থাকে। পিসিআইই প্রতি সেকেন্ডে ১৬ গিগাট্রান্সফার গতিতে ফাইল পাঠাতে পারে। যেখানে ৫.০ ইন্টারফেসের সক্ষমতা ৩২ গিগাট্রান্সফার।

স্যামসাংয়ের দাবি ৯৯০ সিরিজের এসএসডি ৯৮০ প্রোর তুলনায় ৫৫ শতাংশ বেশি কর্মক্ষমতা সম্পন্ন। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটির তথ্যানুযায়ী, ৯৯০ সিরিজের এসএসডি প্রতি সেকেন্ডে ৭ হাজার ৪৫০ মেগাবাইট গতিতে রিড ও ৬ হাজার ৯০০ মেগাবাইট গতিতে রাইট করতে পারবে। রিড স্পিড হচ্ছে মূলত এসএসডির ফাইল সংরক্ষণের গতি। এর গতি যত বেশি হবে যেকোনো সফটওয়্যার তত দ্রুত চালু হবে। অন্যদিকে রাইট স্পিড হচ্ছে ফাইল সেভ করার গতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button