কাল থেকে শুরু হচ্ছে ‘বিক্রয় অটো ফেয়ার ২০২২’
কাল থেকে শুরু হচ্ছে ‘বিক্রয় অটো ফেয়ার ২০২২’
বাংলাদেশে গাড়িসহ অন্যান্য যানবাহন কেনাবেচার সর্ববৃহৎ ও বিশ্বস্ত মার্কেটপ্লেস বিক্রয় ডট কম, অনলাইন গাড়ির মেলা ‘বিক্রয় অটো ফেয়ার ২০২২’ শুরু করতে যাচ্ছে। মেলা চলাকালীন ক্রেতারা অনলাইনে গাড়ি কিনে ১,৫০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টসহ (যেখানে প্রযোজ্য) ১ বছর পর্যন্ত ফ্রি সার্ভিসিং-এর (যেখানে প্রযোজ্য) সুযোগ পেতে পারেন। আগামী ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা।
রাজধানীর বনানীর ১৪টি গাড়ির শো-রুম এই মেলায় অংশগ্রহণ করছে। মেলায় বিক্রয় ডট কম-এর ভেরিফায়েড মেম্বারদের থেকে ক্রেতারা ১৫০ টিরও বেশি ব্যবহৃত ও রিকন্ডিশনড গাড়ি থেকে পছন্দের ব্র্যান্ড ও মডেলের গাড়িটি বাছাই বা কিনতে পারবেন। অথবা চাইলে পরবর্তীতে সরাসরি শো-রুম ভিজিট করেও গাড়িটি কিনতে পারবেন।
বিক্রয় ডট কম-এর সিইও ঈশিতা শারমিন বলেন, “ভেহিকেলস বা যানবাহন বিক্রয় ডট কম-এর অন্যতম জনপ্রিয় একটি ক্যাটাগরি, আর বেস্ট সেলিং আইটেম হচ্ছে গাড়ি। গাড়ির ক্রেতাদের কথা বিবেচনা করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অফার নিয়ে আসি। আর তারই অংশ হিসেবে আমরা প্রথমবারের মতো ‘বিক্রয় অটো ফেয়ার ২০২২ আয়োজন করতে যাচ্ছি। এই অনলাইন মেলায় ক্রেতারা গাড়ি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ছাড়সহ অন্যান্য বিশেষ কিছু সুবিধা পাবেন। আমার বিশ্বাস গাড়ির ক্রেতারা মেলার মাধ্যমে তাদের চাহিদা ও বাজেট অনুযায়ী পছন্দের গাড়িটি কিনতে পারবেন।”
বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং আরিফিন হোসাইন বলেন, “গাড়ি একটি হাই ইনভেস্টমেন্ট ও হাই ইনভল্ভমেন্ট প্রোডাক্ট। তাই বেশি সময় লাগলেও ক্রেতারা চান বিশ্বস্ত সেলারের কাছ থেকেই গাড়ি কিনতে। আর তাই বিক্রয়-এর ভেরিফায়েড সেলারদের নিয়ে আমাদের এই আয়োজন। চমৎকার এই অনলাইন মেলায় ক্রেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং গাড়ি কেনার পাশাপাশি বিশেষ ছাড় ও অন্যান্য সুবিধাও জিতে নিবেন বলে আমি আশাবাদী।”