Noun কাকে বলে? Noun কত প্রকার ও কি কি?
Noun কাকে বলে?
যে সকল Word দ্বারা কোনো ব্যক্তি, প্রজাতি, প্রভৃতির নাম বোঝায়, তাদেরকে Noun বলে।
নিচের Sentence গুলো লক্ষ্য করঃ
- Kajol always speaks the truth. (কাজল সর্বদা সত্য কথা বলে।)
- London has an endless beauty. (লন্ডনের সীমাহীন সৌন্দর্য রয়েছে।)
- The cow is a useful animal.
- Milk is called an ideal food.
- The army is marching forward. (সৈন্যদল সামনের দিকে অগ্রসর হচ্ছে।)
- Love is a great virtue. (ভালোবাসা পরম ধর্ম।)
Noun কত প্রকার ও কি কি?
Noun প্রধানত দুই প্রকার। যেমনঃ
১. Concrete Noun (কনক্রিট নাউন – ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য)
২. Abstract Noun (এবস্ট্রাকট নাউন – গুণবাচক বিশেষ্য)
যে Noun এর বাহ্যিক বা দৈহিক অবস্থান আছে এবং যাকে ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায়, তাকে Concrete Noun বলে।
- He sees a bird.
- Oxygen is important for life.
ওপরের Sentence গুলোতে ‘bird’ ও ‘oxygen’ হচ্ছে Concrete Noun.
Concrete Noun আবার চার প্রকার। যেমন :
a. Proper Noun (নামবাচক বিশেষ্য)
b. Common Noun (জাতিবাচক বিশেষ্য)
c. Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
d. Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
তাহলে, Noun মোট পাঁচ প্রকার। যেমনঃ
1. Proper Noun (প্রোপার নাউন)
2. Common Noun (কমন নাউন)
3. Collective Noun (কালেকটিভ নাউন)
4. Material Noun (মেটারিয়াল নাউন)
5. Abstract Noun (এবস্ট্রাক্ট নাউন)
1. Proper Noun : যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রতিষ্ঠান ইত্যাদির নাম বুঝায়, তাকে Proper Noun বলে। যেমনঃ
- Rahim lives in Dhaka.
- The Padma is a big river.
- The Quran is a holy book.
- The Ittefaq is a daily newspaper.
ওপরের Rahim ব্যক্তির নাম, Dhaka স্থানের নাম, The Padma একটি নদীর নাম, The Quran একটি বিখ্যাত ধর্ম গ্রন্থের নাম এবং The Ittefaq একটি পত্রিকার নাম বুঝায়। সুতরাং এগুলো Proper Noun.
2. Common Noun : যে Noun দ্বারা কোন জাতি বা শ্রেণির একটিকে না বুঝিয়ে সকলের সাধারণ নাম বুঝায়, তাকে Common Noun বলে। যেমনঃ
The cow is a domestic animal.
Man is mortal.
There are many rivers in Bangladesh.
ওপরের
Cow – সকল গরুর সাধারণ নাম,
Animal – সকল প্রাণীর সাধারণ নাম,
Man – সকল মানুষের সাধারণ নাম এবং
River – সকল নদীর সাধারণ নাম বুঝায়।
সুতরাং এগুলো Common NounNoun.
3. Collective Noun : যে Noun দ্বারা একজাতীয় কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণীর অবিভক্ত সমষ্টিকে বুঝায়, তাকে Collective Noun বলে। যেমনঃ
Our school team won the match.
He joined the army.
The jury is unanimous in its opinion.
ওপরের বাক্যগুলোতে team বলতে এক সাথে কতকগুলো খেলোয়াড়, army বলতে এক সাথে অনেকগুলো সৈন্য এবং jury বলতে একসাথে কতকগুলো লোক বোঝায়। সুতরাং এরা Collective Noun.
কতগুলো Collective Noun এর উদাহরণঃ Party (দল), Gentry (ভদ্রমণ্ডলী), Peasantry (কৃষককুল), Army, Fleet (বহর), Herd (পাল), Library (গ্রন্থাগার), Elite (গণ্যমান্য ব্যক্তি), Assembly (সভা), Navy (নৌবহর), Board (সংঘ), Bundle (আঁটি), Gang (দল), Grove (কুঞ্জ), Swarm (ঝাঁক), Bunch (থোকা), Flock (পাল), Audience (শ্রোতামণ্ডলী), Cluster (গুচ্ছ), Infantry (পদাতিক সৈন্য), Cavalry (অশ্বারোহী সৈন্যদল), Mass (সাধারণ লোক), Majority (অধিকাংশ লোক), Stack (গাদা) ইত্যাদি।
[ Note : Collective Noun সর্বদা Neuter gender হয় এবং এর পরে Verb singular হয়।]Noun of Multitude : Collective Noun যখন সমষ্টিকে সমগ্রভাবে না বুঝিয়ে পৃথকভাবে বোঝায়, তখন তাকে Noun of Multitude বলে। যেমনঃ
The jury were divided in their opinion.
4. Material Noun : যে Noun দ্বারা কোন পদার্থের সমুদয় অংশকে অখণ্ডভাবে বুঝায় এবং যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, তাকে Material Noun বলে। যেমনঃ
Sugar is sweet.
Tea is a popular drink.
Iron is a useful metal.
ওপরের Sentence গুলোতে sugar, tea এবং iron শব্দগুলো দ্বারা অখণ্ড মৌলিক পদার্থের নামক বুঝায়। এগুলো সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু ওজনে পরিমাপ করা যায়। সুতরাং, এগুলো Material Noun।
Note : Material Noun এর পূর্বে সাধারণত কোন Article বসে না। যেমন– Coal is black.
কিন্তু নির্দিষ্ট করে বুঝালে এর পূর্বে Article বসে। যেমন–
The water of this pot is pure. (এ পাত্রের পানি বিশুদ্ধ।)
5. Abstract Noun : যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কার্যের নাম প্রকাশ করে এবং যা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য নয়, শুধু অনুভব করতে পারি, তাকে Abstract Noun বলে। যেমনঃ
Love is a great virtue. (ভালোবাসা একটি বড় গুণ।)
War is a curse. (যুদ্ধ একটি অভিশাপ।)
He was punished for theft. (চুরির দায়ে তাকে শাস্তি দেওয়া হয়েছিল।)
ওপরের বাক্যগুলোতে ‘love’ একটি গুণের নাম, ‘war’ একটি অবস্থার নাম এবং ‘theft’ একটি কাজের নাম বুঝায় যা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য নয়। সুতরাং এগুলো Abstract Noun.
Abstract Noun এর কিছু উদাহরণঃ Kindness (দয়া), Sight (দৃশ্য), Knowledge (জ্ঞান), Advice (উপদেশ), Service (সেবা), Education (শিক্ষা), Obedience (মান্যতা), Poverty (দারিদ্র্য), Anxiety (দুশ্চিন্তা), Depth (গভীরতা), Height (উচ্চতা), Wisdom (জ্ঞান), Width (বিস্তার), Truth (সত্যতা), Beauty (সৌন্দর্য), Fatness (স্থূলতা) , Length ( দৈর্ঘ্য ) , Friendship ( বন্ধুত্ব ), Fatherhood (পিতৃত্বা), Slavery (দাসত্ব), Theft (চৌর্যবৃত্তি), Boyhood (শৈশব), Girlhood (শৈশব-স্ত্রীলিঙ্গ), Childhood (শৈশব), Heroism (বীরত্ব), Studentship (ছাত্রত্ব) ইত্যাদি।
১. Countable Noun :
যে সকল Noun কে গণনা বা Count করা যায়, তাদেরকে Countable Noun বলে। (The nouns which can be counted are called Countable Noun.)
যেমনঃ Boy, girl, cow, man, book, river ইত্যাদি।
সাধারণত Proper, Common ও Collective Noun গুলো Countable Noun.
Countable Noun এর বৈশিষ্ট্য
(i) Countable Noun Singular ও Plural উভয়ই হয়। যেমনঃ A cow – two cows.
(ii) Singular Countable Noun এর পূর্বে Determiner ব্যবহৃত হয়। যেমনঃ He has a book.
Each student has a book.
Note : যেসব শব্দ কোন ব্যক্তি বা বস্তুকে সনাক্ত করে বা তাদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে তাদেরকে Determiner বলে।
Countable Noun এর তালিকা
(a) Persons, animals, plants etc. (ব্যক্তি, প্রাণী, উদ্ভিদ ইত্যাদি।) যেমন : Friend, horse, bird, rose.
(b) Objects having shape (আকার আছে এমন বস্তু)। যেমন : Ball, car, hat, hand, house ইত্যাদি।
(c) The individual parts of a mass (একটি ভরের অবিভক্ত খণ্ড)। যেমনঃ part, element, atom, piece, drop.
২. Uncountable Noun
যে সকল Noun কে গণনা বা Count করা যায় না, তাদেরকে Uncountable Noun বলে। (The nouns which can not be counted are called Uncountable Noun.)
যেমনঃ Milk, water, tea, rice, paper, blood, weather, honesty, kindness ইত্যাদি।
সাধারণত Material ও Abstract Noun গুলো Uncountable Noun.
Noun এর কার্যাবলিঃ
Noun নিম্নলিখিত কাজগুলো সম্পন্ন করে থাকে :
a) Verb এর Subject রূপে – He ploughs the land.
b) Verb এর Object রূপে – The boy eats rice.
c) Preposition এর Object রূপে – He helps me with money.
d) Incomplete Verb Complement রূপে – We made him captain.
e) Case in Apposition রূপে – Mr. Rahaman, Headmaster of our school, is a good man.
f) Proper Adjective রূপে – He is a school boy.