Technology

২০২৩ সালেই আসছে ইনটেলের ‘মিটিওর লেক’

২০২৩ সালেই বাজারে আসবে নতুন ফ্ল্যাগশিপ প্রসেসরটি

দ্বিতীয় প্রান্তিক খারাপ যাওয়ার পর গুজব রটেছিল ২০২৪-এর আগে বাজারে আসছে না ইনটেলের নতুন প্রসেসর ‘মিটিওর লেক’। গুজবের আগুনে পানি ঢেলে দিয়ে ইনটেল বলছে, ২০২৩ সালেই বাজারে আসবে নতুন ফ্ল্যাগশিপ প্রসেসরটি।

বছরের দ্বিতীয় প্রান্তিকে অনেকটা অপ্রত্যাশিতভাবেই প্রায় ৫০ কোটি ডলার খুইয়েছে ইনটেল। তারপরই প্রযুক্তিবিষয়ক সাইট ট্রেন্ডফোর্স এক প্রতিবেদনে বলেছিল, উৎপাদন প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে প্রথমসারির চিপ নির্মাতা এই মার্কিন কোম্পানিটির।

ট্রেন্ডফোর্সের প্রতিবেদনের জেরে নতুন মাত্রা পেয়েছিল মিটিওর লেকের অভিষেক পিছিয়ে যাওয়ার গুজব। অবশেষে এ প্রসঙ্গে মুখ খুলেছেন ইনটেল মুখপাত্র টমাস হানাফোর্ড; প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জকে বলেছেন, ২০২৩ সালেই বাজার থেকে মিটিওর লেক প্রসেসর কিনতে পারবেন ক্রেতারা।

আসন্ন বছরগুলোতে ‘মিটিওর লেক’ ইনটেলের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পণ্য হতে যাচ্ছে বলে মন্তব্য করেছে ভার্জ।

উৎপাদন প্রক্রিয়া এবং উদ্ভাবনী অগ্রগতির কারণে আলাদা গুরুত্ব পাচ্ছে মিটিওর লেক। দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের প্রকাশের সময়েও নতুন প্রসেসর চিপের গুরুত্ব স্পষ্ট হয়ে উঠেছে ইনটেল প্রধান প্যাট গেলসিঙ্গারের বক্তব্যে।

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে গেলসিঙ্গার বলেছেন, মিটিওর লেক ২০২৩ সালেই আসছে। নতুন প্রসেসর নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় আশানুরূপ ফল মিলেছে এবং নির্দিষ্ট কিছু ক্রেতা ইতোমধ্যেই বড় পরিসরে নতুন প্রসেসর চিপের কার্যক্ষমতা যাচাই করে দেখেছেন বলে দাবি করেছেন গেলসিঙ্গার।

ট্রেন্ডফোর্স দাবি করেছিল, মিটিওর লেকের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের নির্মাণ কাজ ২০২৩ সালের শেষ নাগাদ শুরু করতে পারবে ইনটেল। ফলে তাইওয়ানের টিসএমসির উৎপাদন প্রক্রিয়াতেও দেরি হবে।

ট্রেন্ডফোর্সের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইনটেলের সক্ষমতা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি টিএসএমসি। তবে, নিজস্ব উৎপাদন ক্ষমতায় যে কোনো কমতি নেই, চীনা সংবাদপত্র ‘ইকোনোমিক ডেইলি’-কে তেমনটাই বলেছে কোম্পানিটি।

দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে ইনটেল দাবি করেছে, এরইমধ্যে সাড়ে তিন কোটি দ্বাদশ প্রজন্মের অল্ডার লেক চিপ বাজারে সরবরাহ করেছে তারা। এ বছরেই বাজারে আসার কথা রয়েছে নতুন ‘র‌্যাপটর লেক’ চিপসেটের। ভার্জ বলছে, নতুন চিপগুলো বাজারজাতের সময় সম্ভবত ‘ত্রয়োদশ জেন কোর’ নামে প্রচার চালাবে ইনটেল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button