বাচ্চাদের পড়াশোনা শেখাবে গুগল
২০১৯ সালে মার্কিন টেক জায়ান্ট গুগল বাচ্চাদের পড়াশোনা শেখাতে ‘রিড অ্যালং’ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ উন্মোচন করে
২০১৯ সালে মার্কিন টেক জায়ান্ট গুগল বাচ্চাদের পড়াশোনা শেখাতে ‘রিড অ্যালং’ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ উন্মোচন করে। অল্প সময়ের মধ্যে তিন কোটিরও বেশি শিশু অ্যাপটি ব্যবহার করেছে। অ্যাপটির জনপ্রিয়তা ধরে রাখতে গুগল এর ব্রাউজার সংস্করণ চালু করেছে।
বর্তমানে ওয়েবসাইটিতে সমর্থন করে এমন ব্রাউজারগুলো হলো- ক্রোম, ফায়ারফক্স ও এজ। তবে খুবই দ্রুত সাফারিসহ অন্যান্য ব্রাউজারও সমর্থন করবে। ওয়েবসাইটিতে শত শত ইলাস্ট্রেটেড স্টোরি রয়েছে, যেগুলো মিলবে ইংরেজি, হিন্দি, গুজরাটি, বাংলা, তেলুগু, মারাঠি, স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষায়।
রিড অ্যালংয়ের ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট ‘দিয়া’ বাচ্চাদের জোরে জোরে পড়তে উৎসাহিত করে এবং ভুল হলে সঠিক উচ্চারণটি জানিয়ে দেবে। বাচ্চারা দক্ষতা অর্জন করে লক্ষ্য পূরণ করতে পারলে ডিজিটাল পুরস্কার দেওয়া হবে।
ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান ইউএসপি স্টুডিও এবং চুচু টিভির কনটেন্ট নিজস্ব প্ল্যাটফর্মে বাচ্চাদের উপযোগী করে তোলার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান কুটুকির বর্ণমালা বিষয়ক বইও এনেছে গুগলের এই অ্যাপ।
তবে গুগল বাচ্চাদের পড়াশোনা শেখার জন্য এ উদ্যাোগকে পরিপূর্ণ মনে করছে না। গুগল বলছে, এটি বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্যে করবে এবং যেসব বাবা-মা সন্তানদের সময় দিতে পারেন না তাদের উপকারে আসবে।
গুগলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষকরা। তারা মনে করেছেন, বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করবে এটি। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের।