জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি এবার করণীয় কি ?
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি, রিকভার কিভাবে করবো ?
Gmail password ভুলে গেলে করণীয়: এরকম আমার, আপনার এবং প্রায় প্রত্যেকের সাথেই একবার হলেও হয়ে থাকে যে আমরা আমাদের Gmail account password ভুলে যাই।
তবে, জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড রিসেট করার প্রক্রিয়া কিন্তু অনেক সোজা।
Google, বিভিন্ন আলাদা আলাদা মাধ্যমে আমাদের ভুলে যাওয়া জিমেইল এর পাসওয়ার্ড রিসেট করার সুযোগ দিয়ে থাকে।
এই প্রক্রিয়া গুলো ব্যবহার করে আপনারা নিজের জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ বা পরিবর্তন করে নিতে পারবেন।
অবশই, জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে আপনার সেই পুরোনো password এর প্রয়োজন হবেনা।
এমনিতে, যখন আমাদের জিমেইল একাউন্ট সঠিক ভাবে লগইন হয়না বা লগইন করার সময় wrong account password দেখিয়ে থাকে,
তখন আমাদের মনে একাউন্ট হ্যাক হওয়ার ভয় অবশই চলে আসে।
তবে চিন্তা করবেননা, পাসওয়ার্ড ভুলে যাওয়াটা অনেক সাধারণ একটি ব্যাপার যেটা প্রত্যেকের সাথেই হয়ে থাকে।
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কি করব ? এর উত্তরে আমি আপনাদের ৩ টি আলাদা আলাদা সমাধান দিবো।
- রিকভারি ইমেইল এর মাধ্যমে জিমেইল পাসওয়ার্ড রিকভারি কিভাবে করবেন।
- মোবাইল নম্বর এর মাধ্যমে পাসওয়ার্ড রিকভার করার উপায়।
- ইমেইল বা মোবাইল নম্বর ছাড়া জিমেইল পাসওয়ার্ড রিকভার।
সাধারণ ভাবে, যদি আপনার গুগল / জিমেইল একাউন্টে একটি রিকভারি email ID বা recovery mobile number সেট করা আছে,
তাহলে অনেক সহজেই একটি verification code গ্রহণ করে নিজের জিমেইল একাউন্টের জন্যে নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন।
চলুন দেখেনেই কিভাবে।
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি, রিকভার কিভাবে করবো ?
যদি আপনার গুগল আকাউন্টে একটি রিকভারি ইমেইল বা মোবাইল নম্বর দেওয়া আছে,
তাহলে, জিমেইল পাসওয়ার্ড রিকভারি করাটা কেবল কিছু সেকেন্ডের কাজ।
চলুন দেখেনেই কিভাবে করতে হবে জিমেইল পাসওয়ার্ড রিসেট (Gmail password reset).
স্টেপ ১.
সবচে আগে আপনার যেতে হবে জিমেইল একাউন্টের লগইন পেজে।
যেই জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, সেই ইমেইল আইডি দিয়ে “Next” বাটনে ক্লিক করুন।
এবার, আপনাকে আপনার একাউন্ট পাসওয়ার্ড দিতে বলা হবে।
যিহেতু আপনি নিজের Gmail account password ভুলে গেছেন, তাই নিচে থাকা “Forgot password” এর লিংকে ক্লিক করুন।
স্টেপ ২.
এবার পরের পেজে আপনারা account recovery options দেখতে পাবেন।
এখানে সোজা আপনার একাউন্টের সাথে সংযুক্ত থাকা recovery email address টি দেখিয়ে দেওয়া হবে।
এবং, আপনার recovery email address এর মধ্যে একটি verification code পাঠানোর জন্য বলা হবে।
নিচে থাকা “Send” বাটনে ক্লিক করে, আপনি দেখিয়ে দেওয়া recovery email ID তে একটি verification code পাঠিয়ে দিতে পারবেন।
স্টেপ ৩.
এবার আপনার রিকভারি ইমেইল আইডিতে একটি verification code চলে আসবে Google এর তরফ থেকে।
এবার ভালো করে সেই কোড টি দেখে Account recovery পেজে থাকা “Enter code box” এর মধ্যে দিয়ে দিন।
Code টি দিয়ে নিচে থাকা “Next” বাটনে ক্লিক করুন।
স্টেপ ৪.
এবার মূল কাজটি হয়ে গেছে এবং এখন আপনাকে “Change password” এর একটি page দেখিয়ে দেওয়া হবে।
পেজটিতে আপনারা দুটো বাক্স দেখতে পাবেন।
- Create password
- Confirm password
সবচে আগে create password এর বাক্সে একটি নতুন strong password দিয়ে দিন।
এবার, সেই একি পাসওয়ার্ড নিচে confirm বাক্সে দিয়ে “save password” এর লিংকে ক্লিক করুন।
স্টেপ ৫.
অভিনন্দন, এবার আপনি নিজের পাসওয়ার্ড ভুলে যাওয়া জিমেইল একাউন্টের জন্যে একটি নতুন পাসওয়ার্ড সেট করে নিয়েছেন।
আপনি সোজা নিচে থাকা “Continue to Gmail” এর লিংকে ক্লিক করুন।
এবার আপনি নিজের নতুন পাসওয়ার্ড ব্যবহার করে গুগল / জিমেইল একাউন্টে আবার লগইন করতে পারবেন।
তবে এখন প্রশ্ন হলো,
যদি রিকোভারি ইমেইল আপনার একাউন্টে দেওয়া না থাকে তাহলে ইমেইল আইডি ছাড়া পাসওয়ার্ড রিসেট কিবভাবে করবেন ?
রিকভারি মোবাইল নম্বর দিয়ে Gmail password পরিবর্তন / রিসেট করুন
এবার যদি আপনার গুগল একাউন্টের সাথে কোনো recovery email সংযুক্ত না থাকে,
তাহলে অবশই আপনি নিজের recovery mobile number ব্যবহার করে gmail password reset করতে পারবেন।
- সবচে আগে যেতে হবে নিজের জিমেইল একাউন্টের লগইন পেজে।
- এবার, login page থেকে forgot password এর লিংকে ক্লিক করতে হবে।
- এবার আপনারা try another way নামের link এর মধ্যে click করতে হবে।
- এখন, account recovery নামের একটি পেজ দেখতে পাবেন যেখানে লিখা থাকবে “Google will send a verification code to •••••• •••xx (আপনার মোবাইল নম্বরের শেষ দুটি সংখ্যা)“.
এখন, আপনারা যদি “Text” অপশনে click করে থাকেন তাহলে আপনার নম্বরে একটি text sms করে verification code সেন্ড করা হবে।
- আর যদি আপনি “Call” অপশনে ক্লিক করেন তাহলে গুগল এর তরফ থেকে আপনার মোবাইলে একটি voice call যাবে যেটার মাধ্যমে আপনাকে verification code টি বলা হবে।
- এবার, আপনি নিজের মোবাইলে যেই verification code গ্রগণ করেছেন সেটাকে account recovery পেজ এর মধ্যে থাকা “enter the code” বক্সে দিয়ে “Next” বাটনে ক্লিক করতে হবে।
- যদি সঠিক ভাবে verification code দিয়েছেন, তাহলে এখন পরের পেজে আপনি নিজের জিমেইল একাউন্টের জন্যে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।
মনে রাখবেন,
- এই নিজের মোবাইল নম্বর এর মাধ্যমে নতুন জিমেইল পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে, আপনার গুগল একাউন্টে আগের থেকেই recovery mobile number দেওয়া থাকতে হবে।
আমরা এর মধ্যে জেনেনিলাম যে,
কিভাবে আগের থেকে সেট থাকা নিজের জিমেইল recovery email address এবং recovery mobile number ব্যবহার করে জিমেইল পাসওয়ার্ড রিসেট করা সম্ভব।
তবে, যদি আপনার একাউন্টে কোনো রিকভারি ইমেইল বা মোবাইল না দেওয়া থাকে, তাহলে কিভাবে নতুন জিমেইল পাসওয়ার্ড সেট করবেন ?
ইমেইল বা মোবাইল নম্বর ছাড়া জিমেইল পাসওয়ার্ড রিকভার করুন
হে, এটাও কিন্তু সম্ভব যে কোনো মোবাইল মোবাইল নম্বরে ভেরিফিকেশন কোড ছাড়া আপনি পাসওয়ার্ড ভুলে যাওয়া জিমেইল একাউন্টের পাসওয়ার্ড নতুন করে সেট করতে পারবেন।
তবে মনে রাখবেন,
এই প্রক্রিয়াতে গুগল এর টীম আপনার অনুরোধ টিকে রিভিউ করবে এবং ভালো করে যাচাই করে দেখবে যে,
একাউন্ট টি সত্যি আপনার কি না।
তাই, রিকভারি ইমেইল বা মোবাইল নম্বর ছাড়া নতুন করে জিমেইল একাউন্ট পাসওয়ার্ড রিসেট করার প্রক্রিয়াটা কিছু সময় অবশই নিবে।
- সবচে আগে আপনি নিজের জিমেইল এর একাউন্ট লগইন পেজে চলে যান।
- এবার নিজের জিমেইল আইডি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।
- এখন আপনাকে নিজের একাউন্টের পাসওয়ার্ড দিতে বলা হবে। যিহেতু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, তাই “forgot password” এর link এর মধ্যে ক্লিক করুন।
- এবার পরের পেজে আপনারা “try another way” নামের লিংক দেখতে পাবেন যেখানে click করতে হবে।
- এখন আপনাকে mobile number দিয়ে account recover করার option দেখানো হবে। তবে, আপনি সোজা নিচে থাকা “I don’t have my phone” এর লিংকে ক্লিক করুন।
এবার, আপনাকে একটি ইমেইল আইডি দিতে বলা হবে। আপনি যেকোনো একটি email ID দিতে পারবে।
অল্প ভালো করে নজর দিলে দেখতে পারবেন যে সেখানে লিখা রয়েছে, “we need some time to review your request“.
মানে, গুগল এর একটি team যাচাই করে দেখবে যে সত্যি এই একাউন্ট আপনার কি না।
এবং যেই email ID আপনি এখন দিবেন সেই email এর মাধ্যমে ভবিষ্যতে আপনাকে গুগল থেকে যোগাযোগ করে পাসওয়ার্ড রিসেট করার বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
- এবার, নিচে থাকা “Next” বাটনে ক্লিক করুন।
- Next button এর মধ্যে click করার পর আপনার দিয়ে দেওয়া ইমেইল আইডিতে একটি verification code চলে আসবে।
- সোজা সেই verification code টি “enter code” বক্সে দিয়ে “next” বাটন এর মধ্যে ক্লিক করুন।
Note:
যিহেতু এই প্রক্রিয়াতে আমরা কোনো ধরণের recovery mobile number বা email address ব্যবহার করিনাই,
তাই, গুগল এর টীম আমাদের অনুরোধটিকে যাচাই করে দেখবে।
আর এক্ষেত্রে অল্প সময় অবশই লাগতে পারে।
শেষে, যদি গুগল মনে করে যে সেই জিমেইল একাউন্ট সত্যি আপনার, তাহলে ভবিষ্যতে আপনাকে ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করা হবে।
আমাদের শেষ কথা,,
তাহলে বুঝলেন তো বন্ধুরা gmail password ভুলে গেলে করণীয় গুলো কি কি ? (How to recover forgotten gmail password in Bengali).
যদি আপনিও আপনার জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে ওপরে বলা ৩ টি মাধ্যমে একটি নতুন জিমেইল পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন।
শেষে, আজকের আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশই আর্টিকেল টি শেয়ার করবেন।
তাছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানাবেন।