Business Guide

ডিলারশিপ ব্যবসা: বর্তমানের সেরা ৭ টি ডিলারশিপ বিজনেস আইডিয়াজ

ডিলারশিপ ব্যবসা মানে কি ?

ডিলারশিপ ব্যবসা (dealership business) বর্তমান সময়ে প্রচুর লাভজনক ব্যবসা হিসেবে প্রমাণিত হয়েছে। আজকাল প্রায় বেশিরভাগ retailer এবং small business owners রা কোনো না কোনো নির্দিষ্ট পণ্যের ডিলারশিপ নিয়ে প্রচুর পরিমানে টাকা ইনকাম করছেন।

কেননা, আজ বাজারে বিভিন্ন হাজার হাজার রকমের পণ্য (products) গুলো প্রত্যেক দিন চলে আসছে যেগুলোর ডিলারশিপ অনেক সহজে এবং তাড়াতাড়ি পাওয়া সম্ভব।

তাই, আপনিও একটি বা একাধিক পণ্যের ডিলারশিপ নিয়ে বাজারে সেগুলোকে বিক্রি করিয়ে প্রচুর লাভ আয় করতে পারবেন।

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা ডিলারশিপ ব্যবসার বিষয়ে অনেক কিছুই জানতে চলেছি।

যেমন, এই dealership business মানে কি ? কিভাবে শুরু করবেন এবং সেরা কিছু ডিলারশিপ ব্যবসার ধারণা (dealership business ideas in Bengali) গুলোর তালিকা।

চলুন, সময় নষ্ট না করে নিচে আমরা এই ব্যবসার সাথে জড়িত প্রত্যেকটি বিষয় গুলো এক এক করে জেনেনেই।

ডিলারশিপ ব্যবসা মানে কি ?

ছোট থেকে বড় আমাদের প্রত্তেকেরি যখন যেকোনো জিনিস কিনতে হয়, তখন আমরা বিভিন্ন মার্কেট, শপিং মল বা সুপারমার্কেট থেকে জিনিস কিনে থাকি।

তবে মনে রাখবেন, আমাদের হাতে চলে আশা প্রত্যেকটি পণ্য সরাসরি কোনো কোম্পানি বা প্রস্তুতকরতা থেকে আমাদের হাতে চলে আসছেনা।

Company থেকে  যেকোনো পণ্য (product) একটি নির্দিষ্ট সাপ্লাই চেইন (supply chain) এর অনুসরণ করে তারপর গ্রাহকের কাছে চলে আসে।

আর এই সাপ্লাই চেইন এর মধ্যে dealer, distributer সহ আরো অন্যান্য লোকেরা বা ব্যবসা জড়িত থাকেন যারা পণ্যের সাপ্লাই করে থাকেন।

এই সাপ্লাই চেইন শৃংখলার মধ্যে থাকা একটি ভাগ “ডিলার (dealer)” এর বিষয়ে আমরা কথা বলছি।

ডিলার (dealer) হতে পারে একজন স্বতন্ত্র ব্যক্তি (individual) বা কোনো ব্যবসা (business) যারা কোনো company বা manufacturers থেকে সক্রিয়ভাবে পণ্য ক্রয় করেন এবং সেগুলোকে তাদের নিজের স্টক (stock) এর অংশ হিসেবে বিক্রি করে থাকেন।

সোজা ভাবে বললে, একজন ডিলার হলো সেই ব্যক্তি বা ব্যবসা যারা কোনো নির্দিষ্ট আইটেম বা পণ্যের বাণিজ্যের সাথে ডিল করে থাকেন।

আবার এভাবেও বলা যেতে পারে যে,

Distributer এবং consumer (গ্রাহক) এর মধ্যে মধ্যস্থতাকারী (middleman) হয়ে পণ্য বিক্রি করা বা ব্যবসা করা ব্যক্তি বা ব্যবসা গুলোকে ডিলার বা ডিলারশিপ ব্যবসা বলা হয়।

সেরা ডিলারশিপ ব্যবসার আইডিয়া গুলোর তালিকা

বর্তমান সময়ে কোন ডিলারশিপ ব্যবসাতে প্রচুর লাভ আয় করা সম্ভব ? এটা একটি সাধারণ প্রশ্ন যেটা প্রত্যেকের মাথায় সব থেকে প্রথমে চলে আসে যখন একটি dealership business এর কথা বলা হয়।

তবে, এক্ষেত্রে কেবল একটি নির্দিষ্ট ব্যবসার কথা বলা যাবেনা যদিও, বর্তমান সময়ে প্রচুর লাভজনক ডিলারশিপ বিজনেস ধারণা গুলো আছে যেগুলো সত্যি লাভজনক। তাহলে চলুন, সেই প্রত্যেক ব্যবসার ধারণা গুলো নিচে আমরা দেখেনেই।

 ১. Automobile business

Automobile dealership business এর মধ্যে বর্তমান সময়ে প্রচুর লাভ করা সম্ভব।

এই ধরণের ব্যবসা সঠিক পরিকল্পনার সাথে শুরু করাটা অনেক জরুরি।

Automobile এর ক্যাটেগরিতে আপনারা বিভিন্ন পণ্য গুলোকে টার্গেট করে ব্যবসা শুরু করতে পারবেন।

যেমন, car parts, bike accessories ইত্যাদি এই ধরণের প্রত্যেক পণ্য গুলো।

তবে মনে রাখবেন, এই ধরণের ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনার retail parts, car / bike accessories ইত্যাদির জ্ঞান থাকাটা জরুরি।

এটা সত্যি আপনার জন্য একটি দারুন, লাভজনক এবং ইউনিক ব্যবসার আইডিয়া হয়ে দাঁড়াবে যদি আপনি একজন car বা bike প্রেমী ব্যক্তি।

Bike / car ইত্যাদির parts এবং repairing এর কাজের চাহিদা বাজারে সাংঘাতিক বেশি, তাই এটা সত্যি একটি লাভজনক ব্যবসা।

২. Food business

বর্তমান সময়ে food industry হলো একটি সাংঘাতিক লাভজনক একটি ইন্ডাস্ট্রি যেখানে ব্যবসা করে লোকেরা প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারছেন।

যেকোনো ধরণের খাবারের জিনিস এর চাহিদা আগেও ছিল, এখনো আছে এবং সবসমই থাকবে।

তাই, খাবারের সাথে জড়িত ডিলারশিপ ব্যবসা গুলো অবশই লাভজনক।

আপনি খাবারের সাথে জড়িত বিভিন্ন ক্ষেত্রে ডিলারশিপ ব্যবসা গুলো করতে পারেন,

যেমন – bakery items, dairy products, snacks, beverages, jam, daily grocery items ইত্যাদি।   

গ্রাহকেরা তাদের প্রত্যেক দিনের খাবারের চাহিদা গুলো পূরণ করার জন্যে এই পণ্য গুলোর ব্যবহার সবসময় করে থাকেন।

তাই, বর্তমানে এই ধরণের ডিলারশিপ ব্যবসা অবশই লাভজনক।

৩. Health care and beauty products

বর্তমান সময়ে বাজারে বিভিন্ন ধরণের Health care এবং beauty products গুলোর চাহিদা প্রচুর বেড়েছে। আপনি এই ধরণের products গুলো নিয়ে নিজের ব্যবসা অবশই শুরু করতে পারবেন।

এই ব্যবসা গুলো সেই small profitable business ideas এর মধ্যে ধরা যেতে পারে যেগুলো শুরু করার ক্ষেত্রে প্রচুর কম টাকার প্রয়োজন।

বাজারে বিভিন্ন ধরণের আলাদা আলাদা ছোট-বড় beauty এবং health products এর company গুলো রয়েছে যেগুলোর products নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন।

যেমন, medicines, cosmetic items, specific brands, personal care items, healthcare items, ইত্যাদি এই ধরণের প্রচুর products নিয়ে ব্যবসা করা যাবে।

৪. Furniture dealership business

আরেকটি চাহিদায় থাকা লাভজনক dealership business idea হলো furniture business.

আপনি কেবল এমন কিছু নির্দিষ্ট ফার্নিচার গুলো বিক্রি করুন যেগুলো বর্তমানে প্রচুর চাহিদায় রয়েছে।

এছাড়া, বিভিন্ন ফার্নিচার কোম্পানি গুলো রয়েছে যাদের প্রডাক্ট গুলো বিক্রি করে আপনি ভালো মুনাফা আয় করতে পারবেন।

৫. Building Construction Item

বিল্ডিং, ঘর, রাস্তা ইত্যাদি নির্মাণের কাজ কখনোই শেষ হয়না, প্রত্যেক দিন নতুন নতুন কাজ গুলো হয়েই থাকে।

আর এই নির্মাণের কাজে প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রীর (construction materials).

আপনি বিভিন্ন আলাদা আলাদা company গুলোর construction materials গুলোকে বিক্রি করে প্রচুর ইনকাম করতে পারবেন।

তবে, এই ধরণের ব্যবসার ক্ষেত্রে চাহিদা থাকা জায়গাতে (location) ব্যবসার প্রতিষ্ঠা করাটা অনেক জরুরি।

৬. Computer Hardware Business

বর্তমান সময়ে computer এবং laptop এর চাহিদা যেই সাংঘাতিক পরিমানে বৃদ্ধি পেয়েছে ঠিক সেভাবেই এদের parts এবং accessories গুলোর চাহিদাও বেড়েছে।

Memory chips, hard disks, flashcards, external storage devices, monitors, cables, input devices, এবং আরো হাজার রকমের computer accessories গুলো রয়েছে যেগুলো আপনি বিক্রি করতে পারবেন।

এছাড়া, বিভিন্ন computer hardware যেমন motherboard, SMPS, cables, keyboards, mouse ইত্যাদির চাহিদা তো সব সময় রয়েছে।

তাই, এই ধরণের computer parts এর dealership business শুরু করে ভালো profit আয় করতে পারবেন।

৭. Electronics Products

আমাদের প্রত্যেকের ঘরেই হাজার নানান রকমের Electronics Products গুলো রয়েছে যেগুলোর ব্যবহার আমরা নিয়মিত ভাবে করে থাকি।

তাই, যখন কথা হচ্ছে profitable dealership business idea এর তখন কিন্তু ব্যবসার এই ক্যাটাগরিটি বাদ দেওয়া চলবেনা।

আপনারা বিভিন্ন ধরণের ইলেকট্রনিক প্রডাক্ট যেমন, fan, light, washing machine, fridge, TV ইত্যাদির ডিলারশিপ ব্যবসা শুরু করতে পারবেন।

 

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা সেরা কিছু ডিলারশিপ ব্যবসা গুলোর বিষয়ে জানলাম যেগুলো বর্তমানে শুরু করা যাবে।

আমাদের আজকের আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button