অ্যানড্রয়েড ১৩ ইন্সটল করতেই বন্ধ ফোনের চার্জিং
অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ১৩ আপডেট এনেছে গুগল
অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ১৩ আপডেট এনেছে গুগল। বেশ কিছু স্মার্টফোনে এই নতুন ওএস সাপোর্ট করা শুরু করেছে। স্বাভাবিকভাবে নতুন সফটওয়্যার আসায় খুশি হওয়ারই কথা ব্যবহারকারীদের। কিন্তু এর বদলে দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র।
অ্যানড্রয়েড ১৩ স্মার্টফোন ব্যবহারকারীরা এই সমস্যার মুখে পড়েছেন। নতুন সফটওয়্যারে কোথায় স্মার্টফোনের পারফর্মেন্স বাড়বে সেখানে নাকি বন্ধ হয়ে যাচ্ছে চার্জিং, এই অভিযোগই তুলেছেন ব্যবহারকারীরা। এসব সমস্যার কথা সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছেন অনেকে।
9to5Google এর প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল ৬ সিরিজ, পিক্সেল ৪ এবং পিক্সেল ৪ এক্সএল স্মার্টফোন ব্যবহারকারীরা এই সমস্যার সবচেয়ে মুখোমুখি হয়েছেন। এখানেই শেষ নয়, পিক্সেল ৬ এবং ৬ প্রো-এর ব্যবহারকারীদের অভিযোগ, অ্যানড্রয়েড ১৩ আপডেট করার পর আর পূর্ব ভার্সনে ফেরত যাওয়া যাচ্ছে না।
যেখানে পিক্সেল ৪ এবং পিক্সেল ৫ স্মার্টফোন ব্যবহারকারীরা অন্তত এই সুবিধাটুকু পাচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া মাধ্যম রেডিট এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন ব্যবহারকারীরা। অনেকের দাবি, অ্যানড্রয়েড ১৩ বিটা ভার্সন থেকেই এই সমস্যার মুখোমুখি তারা এবং এ বিষয়ে রিপোর্ট করা হয়েছে গুগলে।
প্রসঙ্গত, গুগলের নতুন অ্যানড্রয়েড ১৩ আপডেটে একাধিক নতুন ফিচার, নতুন ইন্টারফেস পেয়েছেন ব্যবহারকারীরা। এই সফটওয়্যার প্রাথমিক ভাবে রোল আউট করা হয়েছে – পিক্সেল ৬ সিরিজ, পিক্সেল ৫, পিক্সেল ৪ এবং পিক্সেল ৪ এক্সএল স্মার্টফোনে।