নেটওয়ার্কিং

৫জি চালু না হতেই ৬জি চালুর সময় জানালেন

আসছে ১২ অক্টোবর ভারতে চালু হতে যাচ্ছে আগামী প্রজম্মের ফাইভজি নেটওয়ার্ক

আসছে ১২ অক্টোবর ভারতে চালু হতে যাচ্ছে আগামী প্রজম্মের ফাইভজি নেটওয়ার্ক। স্বাধীনতা দিবসে এমনটাই জানিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ লক্ষ্যে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে মোদি সরকার। কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর দেশটির ১৩টি শহরে প্রাথমিক পর্যায়ে হাই-স্পিড ফাইভজি নেটওয়ার্ক চালুর ঘোষণা দিয়েছে।

ফাইভজি নেটওয়ার্ক চালু না হতেই দুর্দান্ত গতির ৬জি নেটওয়ার্ক চালুর ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২২ গ্ৰান্ড ফাইনালে এ সম্পর্কিত এক ঘোষণায় মোদি বলেন, বর্তমান দশকের শেষভাগে আমরা ৬জি চালুর প্রস্তুতি নিচ্ছি। বিনোদন ও গেমিংয়ের ক্ষেত্রে দেশীয় প্রযুক্তিকে উৎসাহ দেওয়া হচ্ছে। যাতে করে নিজেদের সক্ষমতা বাড়ে।

ভারতের ডাক টেলিযোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, আগামী ১২ অক্টোবর ফাইভজি চালু করতে সকল টেলিকম সংস্থাকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। ভারতীয় এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া ও আদানি ডেটা নেটওয়ার্কস একযোগে ফাইভজি চালু করবে।

ফোরজি থেকে দ্রুতগতির এই ফাইভজি পরিষেবা, প্রায় ২০ জিবি গতিতে প্রতি সেকেন্ডে ডেটা আদান-প্রদান করা যাবে।

ভারত সরকারের মতে, ফাইভজি চালু হলে ব্যবসা-বাণিজ্য দ্রুত এগিয়ে যাবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। মোবাইল ব্যাংকিং, অনলাইন পড়াশোনা ও টেলিমেডিসিনের ক্ষেত্র অনেক প্রসারিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button