মূলত, কিভাবে ইংরেজি শিখবো ? ঘরে বসে ইংরেজি শেখার উপায়, ইংরেজি শেখার সহজ উপায় গুলো কি কি, এই বিষয়টি নিয়েই আমাদের আজকের আর্টিকেল।
আমরা সকলেই জানি বর্তমান সময়ে ইংরেজি ভাষার অনেক বেশি চাহিদা বেড়ে গেছে এবং পড়ার ক্ষেত্রেই হোক বা ভালো পোষ্টে চাকরি করার ক্ষেত্রেই হোক ইংরেজি বলাটা এক রকমে বাধ্যতামুলক হয়ে গেছে বলা যেতে পারে।
একদিকে দেখতে গেলে ইংরেজি বলা আজকাল যেন নতুন একটি ট্রেন্ড হয়ে গেছে তাই সকলের মনেই ইচ্ছা থাকে ভালো করে ইংরেজি ভাষা বলতে পাড়ার।
আমাদের মধ্যে বেশিরভাগ লোক মনে করেন ইংরেজি শেখা অনেক কঠিন এবং ইংরেজি শব্দটি শুনেই ভয় পেয়ে যায়।
কারণ যেকোনো ভাষা শেখাটা এতটা জটিল হয়না যতটা আমরা নিজের মনে ভাষাটিকে জটিল বানিয়ে ফেলি।
দুনিয়াতে এমন অনেক মানুষ থাকে যারা কোনোদিন স্কুলে গিয়েও দেখেন নাই কোনো রকম শিক্ষা ছাড়াই জবরদস্ত ইংরেজি বা অন্য ভাষা বলে থাকেন শুধু মাত্র অভ্যাসের দ্বারা।
তাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনাকে ইংরেজি শেখার অভ্যাস করতেই হবে এবং এটি ছাড়া আপনি যতই উপায় বার করুন না কেনো অভ্যাস না করলে সবই ব্যর্থ।
তাহলে চলুন বন্ধুরা, ইংরেজি কিভাবে শিখবো এক্ষেত্রে নীচে দেওয়া ইংরেজি শেখার প্রত্যেকটি উপায় নিয়ে বিস্তারিত ভাবে আমরা আলোচনা করে নেই।
সহজে ইংরেজি শেখার উপায় গুলো । কিভাবে ইংরেজি শিখবো
নিচে দেওয়া ইংরেজি শেখার উপায় উপায় গুলো অবশই অনেক সাধারণ তবে অনেক কার্যকর।
নিচে দেওয়া বেশিরভাগ উপায় গুলো ব্যবহার করে আপনি নিজের মধ্যে ইংরেজি বলার দারুন অভ্যাস তৈরি করতে পারবেন।
এবং ধীরে ধীরে আপনার অভ্যেস এর কারণে আপনি ভালো মানের ইংরেজি বলতে পারবেন।
তাহলে চলুন, নিচে সরাসরি ভাবে আমরা ইংরেজি শেখার সহজ উপায় গুলো এক এক করে জেনেনেই।
১. ইংরেজি বই পড়ার অভ্যাস
ইংরেজি শেখার জন্য আমাদের প্রতিদিন চেষ্টা করতে হবে অন্তত দিনে এক ঘন্টা করে হলেও ইংরেজি বই পড়ার।
আপনার পছন্দ অনুযায়ী যেকোনো বিষয়ের ইংরেজি বই কিনতে পারেন।
আমরা যেকোনো জিনিস শেখার ক্ষেত্রে সময় দেওয়া জরুরি তাই সারাদিনে আপনাকে এক ঘন্টা বের করতেই হবে যাতে আপনি মন দিয়ে বই পড়তে পারেন।
এক্ষেত্রে গ্যাপ দিলে চলবেনা কারণ কিছু নতুন শেখার ক্ষেত্রে নিয়মিততা বজায় রাখা জরুরি।
তাই আপনাকে একটি সঠিক time set করে নিতে হবে বই পড়ার জন্য।
আপনি যখন বই পড়তে শুরু করবেন চেষ্টা করবেন প্রত্যেকটি শব্দ স্পষ্ট ভাবে এবং জোরে পড়ার এবং যে শব্দটি আপনার বুঝতে কষ্ট হবে সেটি একটি খাতায় নোট করে নিবেন।
পড়া হয়ে যাওয়ার পর dictionary সাহায্যে নোট করা শব্দ গুলোর অর্থ দেখে সেগুলোর মানে জানাটা জরুরি।
এতে, আপনি যখন পরের বার আবার সেই page টি পড়বেন তখন আগের বারের তুলনায় আপনি অনেক সহজ ভাবে এবং মানে বুঝে লেখা গুলো পড়তে পারবেন এবং এবার পড়ার পর আপনার ভালো লাগবে।
এই প্রক্রিয়াটি আপনাকে পুরো বইয়ের ক্ষেত্রে চালিয়ে যেতে হবে।
এই অভ্যাসটি প্রতিদিন করার ফলে ধীরে ধীরে আপনার ইংরেজি বুঝতে অনেক সুবিধা হবে।
২. ইংরেজিতে লিখা এবং বলার অভ্যাস করা
ইংরেজি শেখার জন্য আপনাকে ইংরেজিতে লিখার অভ্যাস শুরু করতে হবে।
প্রথমে আপনার কয়েকদিন কঠিন লাগবে কিন্তু প্রতিদিন লিখার ফলে আসতে আসতে সহজ লাগতে শুরু হবে।
আপনারা প্রথমে ছোটো ছোটো বাংলা বাক্য গুলো ইংরেজিতে লিখার এবং বলার চেস্টা করুন তবে ভুল হলেও কোনো কথা নেই।
দৈনন্দিন জীবনে ব্যবহার হওয়া বাক্য গুলো যেমন টেবিল পরিস্কার করা, ভাত খেতে দেওয়া, রান্না করা ইত্যাদি সাধারণ বাক্য গুলো ইংরেজিতে লিখার চেস্টা করবেন এবং ঘরের লোকেদের সাথে অল্প অল্প বলার চেষ্টাও করবেন।
এতে, আপনার ইংরেজি শেখার ইচ্ছা বাড়বে এবং সাধারণ কথা গুলো ইংরেজিতে বলতে শিখবেন।
প্রতিদিন আপনাকে এই অভ্যাসটি চালিয়ে যেতে হবে।
৩. ইংরেজি গান শোনা
আমরা সকলেই কম বেশি গান শুনতে পছন্দ করে থাকি এবং সেই গান গুলো গেয়েও থাকি।
শুধু শোনার মাধ্যমে আমরা গানের প্রত্যেকটি শব্দ মনে রাখি।
এক্ষেত্রে ইংরেজি শেখার সময় ইংরেজি গান শুনলেও আমাদের বিভিন্ন শব্দ এবং বাক্য গুলো মনে রাখতে সুবিধা হবে।
তাই যতো বেশি পারেন ইংরেজি গান শোনার অভ্যাস করুন এবং দুটো দুটো করে গানের লাইন মনে রাখার চেষ্টা করুন।
এবং না বুঝতে পারলে বার বার শুনুন এতে আপনার ধারণ ক্ষমতা বাড়বে এবং আপনি গানের মাধ্যমে ইংরেজি শব্দ গুলো মনে রাখতে পারবেন।
কারণ যেগুলো গান বা শব্দ আমরা শোনার মাধ্যমে মনে রাখি সেগুলো আমাদের সহজেই মনে পড়ে যায়।
তাই ইংরেজি গান শোনা ইংরেজি শেখার ক্ষেত্রে একটি সহজ এবং ভালো উপায়।
৪. YouTube থেকে শেখা যায়
আমরা নিজের পছন্দ মতো বিভিন্ন ভিডিও YouTube এর মাধ্যমে দেখে থাকি।
ইউটিউবে যেমন মনোরঞ্জন পাওয়ার বিভিন্ন ভিডিও রয়েছে ঠিক তেমনি নতুন নতুন স্কিল শেখার ভিডিও গুলোও রয়েছে যেগুলোর সাহায্য নিয়ে আমরা নতুন কিছু শিখতে পারি।
ঘরে বসে বিভিন্ন ইংরেজি শেখার ভিডিও দেখে এবং সেখানে বলা প্রত্যেকটি rules অনুসরণ করে আমরা basic থেকে ইংরেজি শেখা শুরু করতে পারি।
এমন অনেক ইউটিউব চ্যানেল থাকে যেখানে অনেক ভালো ভালো শিক্ষকরা একদম basic থেকে সুন্দরভাবে ইংরেজি শিখিয়ে থাকেন।
ইউটিউবে সার্চ করলে এমন হাজারো ভিডিও চলে আসবে।
আপনারা যেই ভিডিও গুলো থেকে বুঝতে সহজ হবে সেই ভিডিও গুলো প্রতিদিন অনুসরণ করে যেতে হবে এবং সাথে অনুশীলন করাটাও জরুরি।
৫. Google translate app এর ব্যবহার
Google translate app ব্যবহার করে আপনারা বিভিন্ন শব্দ বাংলা থেকে ইংরেজিতে translate করতে পারবেন।
এছাড়া, কোনো ইংরেজি শব্দ বা বাক্যটি বাংলাতেও অনুবাদ করা সম্ভব।
এই app টি ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে play store গিয়ে google translator app download করে নিতে হবে।
তারপর প্রত্যেকদিন পাঁচটা বা দশটা নতুন ইংরেজি শব্দ এবং বাক্য google translator এর সাহায্যে শেখার চেস্টা করুন।
যেগুলো শব্দ বা বাক্য google translator এর মাধ্যমে জানতে পারবেন সেগুলোকে একটি খাতায় নোট করে রাখুন এবং নতুন শব্দের সাথে সাথে সেগুলোও নিয়মিত ভাবে পড়তে থাকতে হবে।
এতে আপনারা শেখা শব্দ বা বাক্য গুলো মনে রাখতে সুবিধা হবে এবং ভুলবেননা।
ইংরেজি শেখার ক্ষেত্রে google translator বিভিন্ন শব্দের translate এর সাথে ছোট বড় যেকোনো বাক্যের অর্থ বুঝতেও সাহায্য করে থাকে।
৬. নিজের সাথে ইংরেজিতে কথা বলা
আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি থাকে যারা ইংরেজি বুঝতে তো পারেন কিন্তু বলতে সাহস পায়না।
এক্ষেত্রে low-self confidence এর জন্য তারা অন্যের সামনে ইংরেজিতে কথা বলার সাহস করতে পারেনা কারণ মনে অনেক রকম বিচার আসে যদি ভুল ইংরেজি বলে ফেলি বা বলতে বলতে আটকিয়ে যাই।
তাই ইংরেজি বলার ক্ষেত্রে প্রথমে confidence বাড়ানো খুব দরকার।
এর জন্য আপনাকে নিজের সাথে ইংরেজিতে কথা বলা শুরু করতে হবে।
প্রথমে ব্যাপারটি একটু অদ্ভুত মনে হবে কিন্তু এই উপায়টি আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে confidence বাড়াতে অনেক সাহায্য করবে।
আপনি প্রতিনদিন আয়নার সামনে দাড়িয়ে ইংরেজিতে কথা বলার practice শুরু করুন।
তাহলে দেখবেন আপনার মনে অন্যের সামনে ইংরেজি বলার confidence আসতে আসতে আসা শুরু হবে।
৭. প্রতিদিন ইংরেজি খবর বা ম্যাগাজিন পড়া
আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রত্যেকটি মানুষ প্রতিদিন খবরের কাগজ বা বিভিন্ন ম্যাগাজিন পরে থাকেন।
এর ফলে আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন খবর গুলো পেয়ে থাকি।
আপনারা যখন ইংরেজি শিখতে শুরু করবেন তখন কিছু ছোটো ছোটো অভ্যাস আপনাকে বদল করতে হবে যার ফলে আপনার ইংরেজি শেখা সহজ হবে।
আপনারা যদি বাংলা খবরের কাগজ পড়তে ভালোবাসেন এক্ষেত্রে ইংরেজি খবরের কাগজ পড়া শুরু করুন।
প্রথম প্রথম আপনার বুঝতে অনেক অসুবিধা হবে কিন্তু প্রতিদিন অল্প অল্প করে পড়ার অভ্যাস করলে খবর জানার সাথে সাথে ইংরেজিও শেখা হবে।
এভাবেই বাংলা ম্যাগাজিনের জায়গায় ইংরেজি ম্যাগাজিন পড়া শুরু করে ইংরেজি পড়ার অভ্যাস করতে পারবেন।
৮. ইংরেজি শেখার এপস ব্যবহার করা
আজকাল ইংরেজি শেখার জন্য বিভিন্ন ধরণের এপস বের হয়েছে যেগুলোর সাহায্যে খুব সহজেই ইংরেজি শিখা যায়।
এই app গুলো ব্যবহার করার জন্য আপনার শুধু একটি এন্ড্রোয়েড ফোনের দরকার পড়বে।
ইংরেজি শেখার জন্য প্রথমে আপনার ফোনে সেই apps গুলো ডাউনলোড করে নিতে হবে এবং apps গুলোতে আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার করে আপনাকে ইংরেজি শেখানো হবে।
যেমন গ্রামার থেকে শুরু করে vocabulary practice করা, ইংরেজিতে কথা বার্তা বলা ইত্যাদি সব কিছু খুব সুন্দরভাবে শেখানো হয়ে থাকে।
আমি ১০ টি ইংরেজি এপস এর নাম বলছি যেগুলো ব্যবহার করে আপনারা সহজ ভাবে ইংরেজি শিখতে পারবেন।
১. Hello talk
২. Duolingo
৩. Babbel
৪. Hello English
৫. Memrise
৬. Busuu
৭. Learn English Daily
৮. Utter
৯. Tandem
১০. Enguru
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা আজকে আমরা এই আর্টিকেলটির মাধ্যমে আমরা ইংরেজি শেখার সহজ উপায় কিছু এবং কিভাবে ইংরেজি শিখবো এর উপায় গুলো জানতে পারলাম।
ওপরে বলা প্রত্যেকটি উপায় গুলোর সাহায্য নিয়ে আপনারা সহজেই ইংরেজি শিখতে পারবেন।
কেননা, উপায় গুলোর মাধ্যমে আমরা ইংরেজির বিভিন্ন নতুন নতুন শব্দ এবং বাক্য গুলো শিখতে হবে।
এছাড়া, উপায় গুলোর ফলে আপনাদের নিয়মিত ইংরেজির চর্চা হয়ে থাকবে।