Life Style

বন্ধু এবং বন্ধুত্ব মানে কি ? ভালো বন্ধু চেনার উপায় কি

প্রকৃত বন্ধুত্ব মানে কি । বন্ধুত্ব কাকে বলে

বন্ধু বা বন্ধুত্ব, এই দুটো শব্দের সাথেই আমরা প্রত্যেকেই পরিচিত। কেননা আমাদের প্রত্যেকের জীবনেই কমপক্ষে একজন হলেও বন্ধু অবশই থেকে থাকে।

একজন অনেক জ্ঞানী ব্যক্তি এই কথা বলেছেন যে, “আমরা আমাদের পরিবারের সদ্যসদের পেয়ে থাকে ভাগ্যের জোরে, মানে কে বা কারা আমাদের ভাই, বোন, বাবা বা মা হবেন সেটা নিশ্চিত করার শক্তি আমাদের হাতে নেই কেননা সেটা সম্পূর্ণ রূপে একটি প্রাকৃতিক প্রক্রিয়া”.

তবে, আপনার প্রিয় বন্ধু বা বান্ধবী কে হবেন সেটা নিশ্চিত করার সম্পূর্ণ অধিকার আপনার রয়েছে। বলার তাৎপর্য্য এটাই যে, আমরা আমাদের বন্ধু বাছাই নিজের স্বইচ্ছায় করে থাকি।

আর তাই, আমাদের কাছে বন্ধুত্বের সম্পর্ক একটি অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক হয়ে দাঁড়ায়।

এমনিতে বন্ধু বা বন্ধুত্ব কাকে বলে, এই বিষয়ে হয়তো প্রত্যেকের ধারণা, জ্ঞান বা পরামর্শ অবশই আলাদা আলাদা হতেই পারে।

তবে, যদি আমাকে জিগেশ করা হয় যে একজন ভালো এবং প্রকৃত বন্ধু কাকে বলে, তাহলে আমার উত্তর হবে,

“বন্ধুত্ব হলো দুজন ব্যক্তির মধ্যে তৈরি হওয়া এমন একটি সম্পর্ক যেটা স্বইচ্ছায় তবে পারস্পরিক স্নেহ, একে অপরের প্রতি থাকা সম্মান এবং ভালোবাসার সাথে প্রকাশ পেয়ে থাকে”।

প্রকৃত বন্ধুত্ব হলো এমন একটি শক্তিশালী সম্পর্ক যেটা চিরকাল আপনার সাথে থেকে যাবে।

যেকোনো অন্যান্য সম্পর্কের মতোই, বন্ধুত্বের সম্পর্ক শক্তিশালী এবং গভীর হওয়ার ক্ষেত্রে কিছুটা সময় অবশই লেগে থাকে।

চলুন, নিচে বিস্তারিত তবে কিছুটা সহজ ভাবে জেনেনি যে, বন্ধু বলতে কি বোঝায় (meaning of friendship in Bengali).

বন্ধু মানে কি । বন্ধু কাকে বলে

আমাদের জীবন অনেক বড় এবং বিভিন্ন বয়েসের ধাপে ধাপে আমরা আমাদের জীবনে বিভিন্ন পথে এগিয়ে চলে থাকি।

আর এই জীবনের নানান পথে এমন কিছু ব্যক্তিদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে থাকে যারা আমাদের মনে একটি ভালো জায়গা করে তুলতে পারেন।

আর এই ধরণের ব্যক্তিরা ভবিষ্যতে আপনার বন্ধু হয়ে দাঁড়ায়।

বন্ধু বা বন্ধুত্ব কেবল স্কুল বা কলেজেই হবে বা হতে লাগবে বলে কোনো কথা নেই।

স্কুল, কলেজ, কাজের জায়গাতে, অফিসে, দোকানের বাইরে, বাসে (bus), বুড়ো বয়েসে ইত্যাদি যেকোনো জায়গাতে এবং যেকোনো পরিস্থিতিতেই বন্ধুত্ব হতে পারে।

কেবল প্রয়োজন এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ পাওয়া যাকে আপনার পছন্দ হবে এবং যে আপনাকেও সেভাবেই পছন্দ করবেন।

বন্ধুরা সেই ব্যক্তি হয়ে থাকেন যাদের সাথে আমরা আমাদের মনের কথা বা ভাব প্রকাশ করতে পারি এবং একসাথে সময় কাটাতে পারি।

একজন প্রকৃত বন্ধু হলো সেই ব্যক্তি যাকে আমরা সম্পূর্ণ ভাবে বিশ্বাস করতে পারি এবং প্রয়োজনে সে আমাদের পাশে দাঁড়াতে এবং সাহায্য করতে দুবার চিন্তা করে থাকেনা।

তাই বন্ধু মানে হলো, সেই ব্যক্তি যাকে আপনি আপনার বিপদে, সুখে, দুক্ষে এবং জীবনের যেকোনো পরিস্থিতে পাশে দাঁড়িয়ে থাকতে দেখবেন, এবং যেই ব্যক্তি কোনো স্বার্থ ছাড়া আপনাকে বুঝবেন, আপনাকে ভালো পথে চলতে সাহায্য করবেন এবং পরামর্শ দিবেন, সেই হলো একজন ভালো এবং প্রকৃত বন্ধু।

বন্ধুত্বের সম্পর্ক কাজ করে থাকে, বিশ্বাস, সম্মান, মানসিক সমর্থন এবং প্রশংসার ভারসাম্যের সাথে।

প্রকৃত বন্ধুত্ব মানে কি । বন্ধুত্ব কাকে বলে

এখন বলতে গেলে আমাদের জীবনে বিভিন্ন আলাদা আলাদা রকমের বন্ধুরা রয়েছেন।

এরকম অনেক বন্ধু রয়েছেন যাদের সামনে আমরা নিজের মনের কথা প্রকাশ করতে শংকজ করে থাকি এবং কেবল হাসি ধেমালি বা সাধারণ কথা বার্তার ক্ষেত্রেই তারা আমাদের বন্ধু।

তবে তারা কি আপনার প্রকৃত বন্ধু ?

অবশই, তারাও আপনার ভালো বন্ধু হতে পারে, কিন্তু হয়তো আপনি তাদেরকে সম্পূর্ণ ভাবে বিশ্বাস করে উঠতে পারেননি যার জন্যে নিজের ব্যক্তিগত কথা গুলো তাদের সামনে তুলে ধরার সাহস আপনার হয়ে দাড়ায়না।

বন্ধুত্বের বন্ধন বা সম্পর্ক কতটা শক্তিশালী সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার এবং আপনার বন্ধুর চিন্তাধারা এবং মনের ওপর।

তবে, যখন বন্ধুত্বের বন্ধন বা সম্পর্ক প্রচুর শক্তিশালী হয়ে দাঁড়ায় তখন সেই শক্তিশালী বন্ধুত্বের সম্পর্কটিকে বলা হয় “প্রকৃত বন্ধুত্ব” বা “Best Friends“.

আর বন্ধুত্বের সম্পর্কটি শক্তিশালী করার ক্ষেত্রে আপনাকে বন্ধুত্বের উপাদান গুলো অবশই ধারণ করে এগিয়ে যেতে হবে।

আর সেই বন্ধুত্বের জরুরি উপাদান গুলো হলো, দয়ালু হয়ে, উদার ভাব থাকা, অনুগত, সৎ চিন্তাধারা এবং একসাথে মজা মজা করা।

এই বন্ধুত্বের উপাদান গুলোর সাথে আপনারা প্রকৃত বন্ধুত্বের সুখ উপভোগ করতে পারবেন।

দেখুন, বন্ধু বা বন্ধুত্ব ব্যক্তিবিশেষে আলাদা আলাদা হতে পারে।

তবে বিভিন্ন বন্ধু এবং বন্ধুত্বের প্রকার গুলো নিয়ে নিচে আমরা অবশই আলোচনা করবো।

এখন চলুন, প্রকৃত বন্ধুত্ব কোন পরিস্থিতে বলা হয়ে থাকে সেটা আগে জেনেনেই।

ভালো এবং প্রকৃত বন্ধুত্ব সেটাই যেখানে,

  • বন্ধু আপনার কৌশল এবং দক্ষতার প্রশংসা করে থাকে।
  • বন্ধু আপনাকে আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে থাকে।
  • আপনাকে কখনো কোনো ধরণের বিপদে ফেলার কথা না ভেবে থাকে।
  • আপনি বিপদে পড়লে আপনাকে নিঃস্বার্থে সাহায্য করতে বন্ধু তৈরি থাকে।
  • প্রকৃত বন্ধু বা বন্ধুত্ব সেটাই যেখানে বোঝা, উপলব্ধি এবং যখনই সম্ভব সাহায্য করার সৎ চিন্তাধারা রয়েছে।
  • যেকোনো অন্যান্য সম্পর্কের মতোই বন্ধুত্বের সম্পর্কেও দাবি, প্রত্যাশা, অভিযোগ এবং ভুল বুঝাবুঝি হয়েই থাকে। তবে প্রকৃত বন্ধুত্বের ক্ষেত্রে এগুলো হয়ে থাকলেও বন্ধুত্ব কখনোই ভেংগে থাকেনা।

তাহলে আশা করছি, প্রকৃত বন্ধু বা বন্ধুত্ব কাকে বলে সেই বিষয়টি আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন।

বন্ধু এবং বন্ধুত্বের প্রকার – Types of friendship

বন্ধুত্বকে আমরা মূলত ৪ টি আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারি।

  • চেনা পরিচিত – এনারা আমাদের চেনা পরিচিত ব্যক্তিরা যাদের সাথে সাক্ষাৎ হলে আমরা কথাবার্তা বলে থাকি। তবে এনারা আমাদের বন্ধু বলে বলা যেতে পারেনা তবে চেনা পরিচিত ব্যক্তি হিসেবে আমাদের সম্পর্ক থেকে থাকে।
  • বন্ধু – এনারা আমাদের বন্ধু যাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক থেকে থাকে এবং যাদের সাথে আমরা হাসি ধেমালি করার সাথে সাথে হঠাৎ দেখা হলে বেশ অনেক সময় কথা বার্তা বলে থাকি। তবে এই ধরণের বন্ধুদের সাথে আমাদের তেমন গভীর সম্পর্ক থাকেনা যদিও বন্ধু বলেই বলা হয়।
  • কাছের বন্ধু – কাছের বন্ধুত্ব বা বন্ধু সেই ব্যক্তিদের বলা হয় যাদের সাথে আমাদের অনেক গভীর বন্ধুত্বের সম্পর্ক থেকে থাকে। এই ধরণের বন্ধুদের সাথে আমরা সময় কাটাতে ভালোবাসি এবং কিছু ক্ষেত্রে বিশ্বাস রেখে মনের কথা গুলো প্রকাশ করে থাকি। তবে, আমাদের কাছের বন্ধুরাও আমাদের জন্যে সৎ চিন্তাধারা, সন্মান, বিশ্বাস তাদের মনে রাখেন।
  • ভালো বন্ধু – একজন ভালো বন্ধু সেই বন্ধু যে আপনার সাথে সব সময় থাকবে। আপনার সুখে-দুক্ষে, ভালো খারাপ যেকোনো সময়ে আপনার পাশে থাকবে এবং আপনাকে সাহায্য করবে। বলতে পারেন যে ১০ টি বন্ধু ঠাকরছে যদি আপনার একজন মাত্র ভালো বন্ধু থাকে, তাহলে আপনি অনেকটাই ভাগ্যবান।কেননা, ভালো বন্ধুত্বের সম্পর্ক অনেক গভীর থাকে যেটা কখনোই ভেংগে যায়না। একজন ভালো বন্ধুকে আপনি যেকোনো ক্ষেত্রেই সম্পূর্ণ বিশ্বাস করতে পারবেন এবং যেকোনো পরিস্থিতিতে তার পরামর্শ, সাহায্য, সময় এবং সমর্থন পাবেন।

ভালো বন্ধু বা বন্ধুত্ব কেন জরুরি ? – (Why friendship is important)

বন্ধুত্ব করাটা বা বন্ধু থাকাটা দুটোই ভালো এবং প্রয়োজনীয়। কেননা, জীবনের সাধারণ সুখ গুলো পাওয়ার ক্ষেত্রে একটি ভালো সম্পর্ক অনেকটাই জরুরি।

যখন আপনার সাথে একজন ভালো বন্ধু থাকবে বা যখন আপনি বন্ধুত্বের সম্পর্কে জড়িত থাকবেন, তখন আপনার জীবন স্বাস্থ্যকর, সুখী এবং কম মানসিক চাপ (stress) এর সাথে আনন্দ এবং মজার সাথে এগিয়ে যেতে থাকবে।

বর্তমান এর আধুনিক সময়ে যখন প্রযুক্তি এবং ইন্টারনেটের মাধ্যমে বন্ধুত্ব করার দিকে জোর দেওয়া হচ্ছে, তখন সোশ্যাল মিডিয়াতে আমাদের হাজার হাজার বন্ধু বান্ধব থেকেও আমরা জীবনে একা অনুভব করে সময় কাটাচ্ছি।

মানুষ কখনোই একা একা জীবনে থাকতে পারে না। কেননা আমরা হলাম প্রত্যেকেই একজন সামাজিক জীব (social being).

যেকোনো মানুষের ক্ষেত্রেই এমন একজন ব্যক্তির প্রয়োন হয়ে থাকে যার সাথে সে নিজের সুখ এবং দুঃখ প্রকাশ করে সেগুলো শেয়ার করতে পারে।

আর বন্ধুত্বের সম্পর্ক এমন এক সম্পর্ক যেখানে কিছু না ভেবেই আপনি আপনার মনের যেকোনো কথা, সুখ, দুঃখ ইত্যাদি শেয়ার করতে পারবেন।

তবে যার সাথে মনের কথা শেয়ার করবেন সে হতে হবে আপনার অনেক কাছের এবং ভালো বন্ধু।

একজন ভালো বন্ধু আপনার সমস্যাগুলিকে এবং আপনাকে ভালো করে বুঝতে পারে এবং আপনাকে সঠিক পরামর্শ দিতে সক্ষম হয়।

আমার হিসেবে, বন্ধুত্বের সম্পর্ক মূলত সমর্থন (support) এবং ব্যক্তির মনের কথা প্রকাশ (sharing) করার ক্ষেত্রে প্রয়োজন।

যা আমি ওপরেই আপনাদের বলেছি, বন্ধুত্ব অনেক আলাদা আলাদা হয়ে থাকে।

বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের তরুণ বয়স থাকতেই ভালো বন্ধু পাওয়ার সুযোগ পেয়ে থাকি।

তবে, অনেকেই রয়েছেন যারা অনেক দেরি করে বা জীবনের শেষ বয়েসে গিয়েও ভালো বন্ধু পেয়ে থাকেন।

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পারলাম, “বন্ধুত্ব মানে কি” (About friendship in Bangla) এবং এর সাথে ভালো বন্ধু চেনার উপায়, ভালো বন্ধুর বৈশিষ্ট্য ইত্যাদি বিষয় গুলো নিয়েও আলোচনা করলাম।

বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে লিখা আমাদের আজকের এই আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার অবশই করবেন।

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button