রবি আনলো নতুন “আনলিমিটেড” ইন্টারনেট প্যাক
রবি নিয়ে এলো আনলিমিটেড মেয়াদ ও ইন্টারনেট এর ডাটা প্যাক
রবি নিয়ে এলো আনলিমিটেড মেয়াদ ও ইন্টারনেট এর ডাটা প্যাক। ফেয়ার ইউসেজ পলিসি দ্বারা পরিচালিত এসব আনলিমিটেড ইন্টারনেট প্যাক ব্যবহার করে ইচ্ছামত ইন্টারনেট ব্রাউজ বা ডাউনলোড এর সুযোগ পাওয়া যাবে, আবার আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক সুবিধামত ব্যবহার করা যাবে যেকোনো সময়।
রবি জানিয়েছে, ৭৪ শতাংশ রবি সিম ব্যবহারকারী মোবাইল ডাটা ব্যবহার করে থাকেন, যা বাংলাদেশে সর্বোচ্চ। আর এই বিষয় মাথায় রেখে গ্রাহকদের জন্য রবি নিয়ে এসেছে আনলিমিটেড মেয়াদের ও আনলিমিটেড ভলিউমের ইন্টারনেট প্যাক। মোট গ্রাহকের ৬৫% ৪জি ইন্টারনেট ইউজার নিয়ে দেশের ৪জি ডাটা ব্যবহারের সুবিধা প্রদানে ভাল অবস্থানে রয়েছে রবি।
রবির মেয়াদহীন ডাটা প্যাকেজ অনেকের কাজে আসবে, আবার আনলিমিটেড ইন্টারনেট প্যাকের মাধ্যমে জরুরি প্রয়োজন মেটানো সম্ভব হবে। মোট কথায়, মোবাইল ইন্টারনেট এর ক্ষেত্রে যে সীমাবদ্ধতা ছিলো তা অনেকটাই দূর হতে যাচ্ছে রবি’র এই আনলিমিটেড ভলিউম ও আনলিমিটেড মেয়াদ এর ডাটা প্যাক দ্বারা।
রবি “আনলিমিটেড” মেয়াদের ইন্টারনেট প্যাকেজগুলোর তালিকা নিম্নরুপঃ
- ১০জিবি মেয়াদহীন ইন্টারনেট এর দাম ৪৪৪টাকা
- ২০জিবি মেয়াদহীন ইন্টারনেট এর দাম ৭৭৭টাকা
- ৫০জিবি মেয়াদহীন ইন্টারনেট এর দাম ১,৪৪৪টাকা
এসব প্যাকের মেয়াদ হবে ১১ বছর। এইতো গেলো মেয়াদহীন বা আনলিমিটেড মেয়াদের রবি ইন্টারন্ট প্যাক সম্পর্কিত আলোচনা। আনলিমিটেড মেয়াদের প্যাকগুলোর পাশাপাশি আনলিমিটেড ভলিউমের ইন্টারনেট প্যাকও নিয়ে এসেছে রবি।
এই প্যাকগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হবে। রবি আনলিমিটেড ইন্টারনেট এর মেয়াদ ও দাম হলোঃ
- ২৩টাকায় ২ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট
- ৩৪টাকায় ৩ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট
২৩ টাকার আনলিমিটেড প্যাকে ২ ঘণ্টার জন্য ১০জিবি ডাটা উপভোগ করা যাবে রাত ১.০১টা থেকে সকাল ৯টা পর্যন্ত। আর সকাল ৯.০১টা থেকে রাত ১ টা পর্যন্ত প্যাকেজটি নিলে ২ ঘণ্টার জন্য ৪জিবি ডাটা পাবেন।
৩৪ টাকার আনলিমিটেড ২ ঘণ্টার জন্য ১৫জিবি অফার উপভোগ করা যাবে রাত ১.০১টা থেকে সকাল ৯টা পর্যন্ত। আর সকাল ৯.০১টা থেকে রাত ১ টা পর্যন্ত প্যাকেজটি নিলে ২ ঘণ্টার জন্য ৬জিবি ডাটা পাবেন।
সরাসরি প্যাকের মূল্য রবি সিমে রিচার্জ করে অফারগুলো নিতে পারবেন। এছাড়া মাইরবি অ্যাপ থেকেও প্যাকগুলো কেনা যাবে।
পরিপূর্ণ শর্ত ও শর্টকোডগুলো এখানে দেখুন। উল্লেখ্য যে আনলিমিটেড ডাটা ও আনলিমিটেড মেয়াদের রবি ইন্টারনেট প্যাকগুলো ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত প্রযোজ্য হবে বলে তাদের প্রেস রিলিজেও জানিয়েছে রবি। গ্রামীণফোন মেয়াদহীন ডাটা প্যাক চালুর পর রবি এই ধরনের বাধাহীন ইন্টারনেট এর সুবিধা নিয়ে এলো।