ইন্টারনেট
গ্রামীণফোন আনলো ১০ বছর মেয়াদের দুটি ইন্টারনেট প্যাক
৩৮৪৪ দিনের বিশাল মেয়াদের দুইটি ইন্টারনেট প্যাক নিয়ে এলো গ্রামীণফোন
৩৮৪৪ দিনের বিশাল মেয়াদের দুইটি ইন্টারনেট প্যাক নিয়ে এলো গ্রামীণফোন। এই নতুন ইন্টারনেট প্যাক দুটির মেয়াদ ১০ বছরের অধিক। তাই এই প্যাকগুলোর মেয়াদ একরকম আনলিমিটেড বলা চলে।
এই প্যাক দুইটি কেনা যাবে মাই জিপি অ্যাপ থেকে। চলুন জেনে নেওয়া যাক ৩৮৪৪ দিন মেয়াদের ১৫জিবি ও ৪০জিবি প্যাক দুইটি সম্পর্কে বিস্তারিত।
১৫জিবি গ্রামীণফোন মেয়াদহীন ইন্টারনেট প্যাক
৩৮৪৪ দিনের জন্য ১৫জিবি ইন্টারনেট এর দাম ৫৪৯টাকা। প্যাকটি কেনা যাবে মাই জিপি অ্যাপ থেকে।
৩৮৪৪ দিন মেয়াদের ১৫জিবি ইন্টারনেট সম্পর্কিত নিয়ম ও শর্তাবলীঃ
- ১৫জিবি ইন্টারনেট প্যাক এর দাম ৫৪৯টাকা, কেনা যাবে মাই জিপি অ্যাপ থেকে
- আজকে যদি আপনি এই ১৫জিবি ইন্টারনেট প্যাক কেনেন এর মেয়াদ থাকবে ১৮ ফেব্রুয়ারী, ২০৩৩ সাল পর্যন্ত
- ইন্টারনেট বা মেয়াদ শেষ হওয়ার পর অটো রিনিউ এর কোনো ফিচার নেই। প্যাক বা মেয়াদ শেষ হলে ৬.৬৬২৫টাকা PayGo চার্জ প্রযোজ্য হবে
- বাকি থাকা ইন্টারনেট মেয়াদ শেষ হলে পরে কোনো প্যাকের সাথে যোগ হবেনা
- ফোন নাম্বার একটিভ রাখতে ও সংযোগ বিচ্ছিন্ন হওয়া থেকে রক্ষা করতে অবশ্যই নিয়মিত রিচার্জ ও ব্যবহার করতে হবে
- এই অফার স্কিটো সিম এর জন্য নয়
৪০জিবি গ্রামীণফোন মেয়াদহীন ইন্টারনেট প্যাক
৩৮৪৪দিনের জন্য ৪০জিবি ইন্টারনেট এর দাম ১১৯৯টাকা। প্যাকটি কেনা যাবে মাই জিপি অ্যাপ থেকে।
৩৮৪৪দিন মেয়াদের ৪০জিবি ইন্টারনেট সম্পর্কিত নিয়ম ও শর্তাবলীঃ
- ৪০জিবি ইন্টারনেট প্যাক এর দাম ১১৯৯টাকা, কেনা যাবে মাই জিপি অ্যাপ থেকে
- আজকে যদি আপনি এই ৪০জিবি ইন্টারনেট প্যাক কেনেন, এর সর্বোচ্চ মেয়াদ ১৮ ফেব্রুয়ারী, ২০৩৩ পর্যন্ত
- ইন্টারনেট বা মেয়াদ শেষ হলে অটো রিনিউ হবেনা। ইন্টারনেট বা মেয়াদ শেষ হলে ৬.৬৬২৫টাকা PayGo চার্জ প্রযোজ্য হবে
- ইন্টারনেট এর মেয়াদ শেষ হলে পরে কোনো প্যাকের বাকি থাকা ইন্টারনেট সাথে যোগ হবেনা
- নিয়মিত রিচার্জ ও ব্যবহার এর মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন হওয়া থেকে রক্ষা করে একাউন্ট একটিভ রাখতে হবে
- স্কিটো গ্রাহকদের জন্য এই অফার প্রযোজ্য নয়