Facebook

নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায় । ভুলে যাওয়া পাসওয়ার্ড আবার জানুন

সরাসরি নিজের ফেসবুক পাসওয়ার্ড কেন দেখতে পারবেননা ?

বর্তমান সময়ে বাচ্চা থেকে বয়স্ক প্রায় প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করে থাকেন।

প্রায় প্রত্যেকদিন নিজের মোবাইলে Facebook ব্যবহার করার ফলে বেশিরভাগ লোকেরাই ফেসবুক লগ আউট (logout) করেননা যার ফলে বার বার ফেসবুকে লগইন করতে হয়না।

এবার, যখন আমাদের ফেসবুকে বার বার লগইন করতে হয়না, তাই কিছু দিন যাওয়ার পরেই আমরা আমাদের ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাই।

এতে ফেসবুক লগ আউট হলে বা অন্য কোনো device এর মধ্যে নিজের Facebook account login করতে গেলে আমাদের সমস্যা হয়ে থাকে।

আর শেষে গিয়ে আবার Forgot password এর মধ্যে click করে সম্পূর্ণ Facebook password reset করতে হয়।

তাই, যদি আপনিও এই ধরণের সমস্যাতে পড়েছেন এবং নিজের ফেসবুক পাসওয়ার্ড জানার উপায় খুঁজছেন, তাহলে নিচে এর একটি সহজ উপায় জেনেনিতে পারবেন।

এমনিতে officially এমন কোনো মাদ্ধম বা উপায় নেই যার দ্বারা আমরা আমাদের ফেসবুক একাউন্ট এর লগইন পাসওয়ার্ড দেখতে বা জেনেনিতে পারব।

তবে, যদি আপনি নিজের এন্ড্রয়েড মোবাইলে বা কম্পিউটারে Google chrome থেকে ফেসবুক ব্যবহার করে থাকেন, তাহলে saved passwords এর মাধ্যমে সহজেই ফেসবুক পাসওয়ার্ড দেখা যাবে।

নিচে আমি সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের এক এক করে বলে দিচ্ছি।

সরাসরি নিজের ফেসবুক পাসওয়ার্ড কেন দেখতে পারবেননা ?

যদি আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন এবং নিজের ফেসবুক পাসওয়ার্ড কিভাবে দেখবো এই বিষয়ে ভাবছেন, তাহলে সরাসরি এমন কোনো উপায় বা প্রক্রিয়া নেই যার মাধ্যমে আপনি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড দেখতে পারবেন।

Facebook এর মধ্যে officially এরকম কোনো option বা function দেওয়া হয়নি যার মাধ্যমে আমরা আমাদের পাসওয়ার্ড দেখে নিতে পারবো।

ফেসবুকে ইউসার এর পাসওয়ার্ড না দেখানোর একটি বিশেষ কারণ হলো, “account security“.

দেখুন, যদিওবা আপনার ফেসবুক একাউন্ট কোনো public device বা কোনো বন্ধুর ঘরের কম্পিউটারে খোলা রয়ে গেছে, তাহলেও আপনার তেমন বিশেষ ভয় করতে হবেনা।

কারণ, আপনার একাউন্ট পাসওয়ার্ড, ইমেইল, মোবাইল নম্বর ইত্যাদি চেঞ্জ করার জন্য ইউসারকে লগইন থাকা সত্ত্বেও আবার তার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে।

তাই, যদি আমাদের ফেসবুক একাউন্টে আমাদের পাসওয়ার্ড সরাসরি দেখানো থাকতো, তাহলে অনেক সহজেই এবং তাড়াতাড়ি আমাদের ফেসবুক একাউন্ট হ্যাক (hack) হওয়ার সম্ভাবনা প্রচুর বেড়ে থাকতো।

তাই, একজন Facebook user এর account security যাতে শক্তিশালী করে রাখা যায়, তাই ফেসবুক পাসওয়ার্ড আমাদের একাউন্টে দেখানো হয়না।

তাহলে এখন প্রশ্ন হচ্ছে, নিজের ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড জানার উপায় কি ? বা, নিজের ফেসবুক পাসওয়ার্ড কিভাবে দেখবো ?

নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায় কি ?

যিহেতু নিজের ফেসবুক একাউন্ট পাসওয়ার্ড জানার কোনো অফিসিয়াল উপায় আমাদের কাছে নেই,

তাই, আমাদের একটি অন্য উপায় ব্যবহার করে নিজের ফেসবুক এর পাসওয়ার্ড টি কি ছিল সেটা জেনেনিতে হবে।

আমি আগেই বলেছি, যদি আপনি আপনার মোবাইলের বা কম্পিউটারের গুগল ক্রোম ওয়েব ব্রাউজার এর মাধ্যমে ফেসবুকে লগইন করে থাকেন তাহলে নিচে বলা প্রক্রিয়ার মাধ্যমে ভুলে যাওয়া ফেসবুক এর পাসওয়ার্ড আবার জেনেনিতে পারার প্রচুর সম্ভাবনা থাকবে।

কারণ, যখনি আপনি আমাদের মোবাইল বা কম্পিউটারের ওয়েব ব্রাউজারে Facebook login করে থাকি, তখন নিজে নিজে password save হওয়ার option চলে আসে।

আর যদি আপনি এই automatic password save option এর ব্যবহার করেছিলেন, তাহলে আপনার পাসওয়ার্ড web browser এর মধ্যে save থাকবে যেটাকে যেকোনো সময় দেখে নেওয়া যাবে।

এমনিতে, যেকোনো ওয়েব ব্রাউসার এর মধ্যে এই auto save passwords এর feature থাকছে এবং যেকোনো browser এর ক্ষেত্রেই আপনারা save passwords গুলো দেখতে পারবেন।

তবে, নিচে আমি আপনাকে Google chrome browser এর ক্ষেত্রে কিভাবে Facebook save password দেখতে পারবেন সেবিষয়ে বলে দিচ্ছি।

Google chrome এর মাধ্যমে Facebook password জেনেনিন

স্টেপ ১. সবচে আগে আপনাকে নিজের মোবাইলে Google chrome browser ওপেন করতে হবে।

ব্রাউসার ওপেন করার পর আপনারা একেবারে ওপরে ৩ টি ডট থাকা অপসন আইকন দেখতে পাবেন যেখানে ক্লিক করতে হবে।

ফেসবুক পাসওয়ার্ড জানার উপায়
Go to Google chrome browser option

ওপরে ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কোন option icon এর কথা বলছি।

স্টেপ ২. এবার আপনারা কিছু অন্যান্য options গুলো দেখবেন যেখান থেকে settings এর অপশনে click করতে হবে।

একেবারে নিচের দিকে আপনারা settings option দেখতে পারবেন।

Go to settings page

স্টেপ ৩. সেটিংস এর মধ্যে click করার পর আপনারা basics tab এর নিচে passwords এর একটি option দেখতে পাবেন।

ফেসবুক পাসওয়ার্ড কিভাবে দেখবো

এখন সরাসরি passwords এর অপশনে ক্লিক করুন।

স্টেপ ৪. এবার আপনারা passwords পেজ দেখতে পাবেন যেখানে আপনারা প্রচুর অন্যান্য একাউন্ট গুলো দেখতে পাবেন যেগুলোর পাসওয়ার্ড গুগল ক্রোম ব্রাউজারে সেভ রয়েছে।

যিহেতু আমরা আমাদের ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড দেখতে চাইছি, তাই আমাদের Facebook account এই তালিকাতে আছে কি না সেটা আমাদের দেখতে হবে।

Select facebook from the listশেষে, যদি ফেসবুক একাউন্ট সেখানে দেখতে পান তাহলে সরাসরি ফেসবুক এর মধ্যে tab / click করতে হবে।

স্টেপ ৫. Facebook এর মধ্যে click করার পর আপনাদের সামনে saved passwords এর একটি পেজ দেখিয়ে দেওয়া হবে যেখানে আপনার Facebook username এবং password দেওয়া থাকবে।

Check your Facebook Password
Check your Facebook Password

যা আপনারা ওপরে ছবিতে দেখতেই পারছেন, আপনার ফেসবুক পাসওয়ার্ড সরাসরি আপনাকে দেখিয়ে দেওয়া হবেনা।

তবে, পাসওয়ার্ড লেখার পাশে থাকা “view icon” এর মধ্যে click করলে আপনি সেভ হয়ে থাকা ফেসবুক পাসওয়ার্ড দেখে নিতে পারবেন।

Password দেখানোর আগে নিরাপত্তার ক্ষেত্রে আপনাকে আপনার মোবাইলের screen lock দিয়ে দিতে বলা হবে।

তাহলে দেখলেন তো, গুগল ক্রোম ব্রাউসার এর মাধ্যমে কতটা সহজে ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ডটি আবার দেখে নেওয়া যাবে।

Google password manager এর মাধ্যমে ফেসবুক পাসওয়ার্ড দেখুন

এখন, ওপরে বলা প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড জেনেনিতে পারছেননা, তাহলে চিন্তা করবেননা।

যিহেতু আমরা আমাদের computer বা mobile phone গুলোতে Google account ব্যবহার করে থাকি,

তাই, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বিভিন্ন অনলাইন প্রোফাইল এবং একাউন্ট গুলো গুগল এর পাসওয়ার্ড ম্যানেজার এর মধ্যে সেভ হয়ে থাকে।

আমি আমার Facebook, twitter এবং প্রত্যেক জরুরি online account গুলোর user ID এবং password যেকোনো সময় Google password manager এর মাধ্যমে খুঁজে পেয়ে থাকি।

স্টেপ ১.  

সবচেয়ে আগেই আপনাকে নিজের মোবাইল বা কম্পিউটার এর ব্রাউসার থেকে “passwords.google.com” এর লিংক ওপেন করতে হবে।

স্টেপ ২.

এবার, URL link টিতে যাওয়ার সাথে সাথে আপনাকে নিজের Gmail account ব্যবহার করে Google account এর মধ্যে login করতে বলা হবে।

মনে রাখবেন, আপনি যেই গুগল একাউন্ট সব সময় ব্যবহার করে থাকেন সেই গুগল একাউন্ট দিয়ে লগইন করতে হবে।

বা, আপনার কাছে যদি একাধিক Google account আছে, তাহলে অবশই আপনি প্রত্যেকটি একাউন্টে এক এক করে লগইন করে এই প্রক্রিয়া সম্পন্ন করে দেখতে পারবেন।

স্টেপ ৩.

এখন, গুগল একাউন্ট দিয়ে লগইন করার পর আপনারা গুগল এর password manager এর page দেখতে পাবেন।

নিচে ভালো করে দেখলে দেখতে পারবেন যে, আপনি ব্যবহার করা বিভিন্ন আলাদা আলাদা online account গুলোর নাম সেখানে রয়েছে।

আপনাকে ভালো করে দেখতে হবে যে Facebook account সেখানে দেওয়া আছে কি না।

যদি Google password manager এর পেজে Facebook account দেখানো হয়,তারমানে আপনি আপনার ফেসবুক একাউন্টের তথ্য জেনেনিতে পারবেন।

এবার সরাসরি, “Facebook” এর মধ্যে click করুন।

স্টেপ ৪.

আপনার একাউন্টের নিরাপত্তার (security) ক্ষেত্রে আপনাকে আবার আপনার নিজের গুগল একাউন্ট পাসওয়ার্ড দিয়ে দিতে বলা হবে।

আপনি সরাসরি নিজের জিমেইল / গুগল একাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে দিন।

এখন আপারা নিজের ফেসবুক একাউন্ট এর সম্পূর্ণ তথ্য গুলো যেমন user ID এবং password দেখে নিতে পারবেন।

Check Facebook password with google password manager

তাহলে বন্ধুরা, এভাবেই ওপরে বলা দুটো প্রক্রিয়ার মাধ্যমে নিজের ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড টি কি ছিল সেটা আবার জেনেনিতে পারবেন।

ওপরের প্রক্রিয়া গুলোর মাধ্যমে কেবল তখন পাসওয়ার্ড দেখতে পারবেন, যখন বা যদি আপনার web browser বা Google password manager এর মধ্যে আপনার password আগের থেকে save থাকে।

চিন্তা করবেননা, আপনার মনে নেই যদিও অনেক সময় আমরা নিজের পাসওয়ার্ড গুলোকে সেভ করেই রাখি।

কেননা, যেকোনো web browser আমাদের auto save password এর সুবিধা দিয়েই থাকে

 

আমাদের শেষ কথা,

বন্ধুরা, যদি ওপরে বলা প্রক্রিয়া গুলোর মাধ্যমে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড জেনেনিতে পারছেননা, তাহলে আপনার কাছে কেবল একটি মাত্র শেষ উপায় থাকছে।

আর সেটা হলো, পাসওয়ার্ড চেঞ্জ করা।

হে, যদি আপনার পাসওয়ার্ড মনে আসছেনা তাহলে খুব সহজেই কেবল কিছু স্টেপ ফলো করে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড বদলে নিতে পারবেন।

আশা করছি, নিজের ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড দেখার উপায় নিয়ে লিখা আজকের এই আর্টিকেল আপনাদের কাজে আসবে।

আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, আমাদের নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন।

এছাড়া, কিভাবে নিজের ফেসবুক এর পাসওয়ার্ড জানা যাবে এবিষয়ে লিখা আমাদের আর্টিকেলটি যদি আপনাদের পছন্দ হয়েছে তাহলে আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেননা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button