Technology

পানিতে পড়লে নষ্ট হবে না স্যামসাংয়ের ইয়ারবাড

ইয়ারফোন, হেডফোনের পর বর্তমান সময়ে বেশ জনপ্রিয় ইয়ারবাড

ইয়ারফোন, হেডফোনের পর বর্তমান সময়ে বেশ জনপ্রিয় ইয়ারবাড। গান শোনতে, কথা বলতে প্রযুক্তিপ্রেমীরা এই ইয়ারবাড ব্যবহার করে থাকেন। প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোও ইয়ারবাড তৈরিতে নজর দিচ্ছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং তাদের নতুন ইয়ারবাড গ্যালাক্সি বাডস ২ প্রো বাজারে এনেছে।

স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো ইয়ারবাডটি ইন-ইয়ার ডিজাইনে তৈরি করা হয়েছে। উন্নত নয়েজ আইসোলেশনের পাশাপাশি কানে ভালোভাবে আটকে থাকার জন্য ব্যবহার করা হয়েছে সিলিকনের ইয়ারটিপ।

স্যামসাং দাবি করছে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ৩৩ ডেসিবেল পর্যন্ত বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াতে সক্ষম এই ইয়ারবাড। শুধু তাই নয়, এতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ৫.৩।

এছাড়া এতে ব্যবহার করা হয়েছে ১০ এমএম ড্রাইভার। ফলে এর দুইপাশেই ২৪ বিট হাই-ফাই সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। এতে রয়েছে রিয়ালিস্টিক সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য ৩৬০ ডিগ্রী অডিও সাপোর্ট। সিনেমাটিক সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য থাকছে ডলবি হেড ট্রাকিং টেকনোলজি। ব্যাকগ্রাউন্ডে কোনোরকম নয়েজ ছাড়া পরিষ্কার সাউন্ড শোনার জন্য বাইরের দিকে দুটি এবং ভেতরের দিকে একটি মাইক্রোফোন রয়েছে।

গ্যালাক্সি বাডস ২ প্রো ডিভাইসটি পানিতে পড়ে গেলেও নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। একবার চার্জে ৩৭ ঘণ্টা পর্যন্ত টানা গান শোনা যাবে। ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ৫ মিনিট চার্জে ৫৫ মিনিট পর্যন্ত এ দিয়ে গান শোনা যাবে।

ইয়ারবাডটি ব্যবহারকারীর ভয়েস সনাক্তকরণ করতে পারবে অর্থাৎ চলাকালীন সময় যদি ব্যবহারকারী কথা বলতে শুরু করে তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে ভলিউম নিয়ন্ত্রণ করতে পারবে এবং এএনসি মোড থেকে অ্যাম্বিয়েন্ট মোডে পরিবর্তিত হয়ে যাবে।

স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো এর দাম নির্ধারণ করা হয়েছে ২২৯ ডলার, বাংলাদেশি প্রায় মুদ্রায় ২১ হাজার টাকা।

জেনিথ হোয়াইট, জেনিথ গ্রে এবং বোরা পার্পেল এই তিনটি কালারে আগামী ২৬ আগস্ট থেকে ডিভাইসটি বিক্রি শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button