ফ্রী ফায়ার কে আবিষ্কার করেছে ? Free Fire কোন দেশ তৈরি করেছে
Free Fire কোন দেশ তৈরি করেছে ?
আমরা আমাদের আগের আর্টিকেলে আপনাদের, পাবজি গেম কে আবিষ্কার করেছে সেই বিষয়ে বিস্তারিত ভাবে বলেছি।
এমনিতে, যদি online multiplayer shooting game বা battle royal games এর কথা বলা হয়, তাহলে আমাদের প্রত্যেকের মনেই PUBG নামটি চলে আসে।
তবে এই ধরণের গেম গুলোর তালিকাতে কেবল PUBG একা জায়গা দখল করে থাকেনি, কেননা এরকম প্রচুর battle royal games গুলো আপনারা পেয়ে যাবেন।
আর এদের মধ্যেই একটি গেম হলো “Garena Free Fire“.
প্রায় অনেক দেশেই PUBG গেমটি banned করে দেওয়ার ফলে এখন প্রত্যেকেই পাবজির মতো গেম খুঁজছেন।
আর সত্যি বললে, ফ্রি ফায়ার গেমটির গেমপ্লে এবং অন্যান্য প্রত্যেকটি দিক গুলো সম্পূর্ণ পাবজি গেমের মতোই।
সে যাই হোক, PUBG গেমের পর সেরা অনলাইন মাল্টিপ্লায়ার গেম হিসেবে Free Fire Game টিকেই ধরা হয়।
হয়তো আপনিও এই গেমটি খেলেছেন বা বর্তমানেও খেলছেন, বা হতে পারে কারো মুখে গেমটির বিষয়ে শুনেছেন।
Free Fire গেম এর ক্ষেত্রে ৫০ জন প্লায়ার্স (players) একসাথে playground এর মধ্যে নামেন এবং গেমের মধ্যে একজন আরেকজন কে মারার চেষ্টা করেন।
একেবারে শেষে যেই ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন সেই ব্যক্তি সেই টুর্নামেন্ট জিতে যান।
তাই, এতটা জনপ্রিয় এবং মজার গেম, ফ্রি ফায়ার এর ইতিহাস নিয়ে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য গুলো জেনে রাখাটা অনেকটাই জরুরি বলে আমি মনে করি।
আর তাই, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা ফ্রি ফায়ার গেম এর মালিক কে, কে আবিষ্কার করেছেন, কোন দেশে আবিষ্কার হয়েছে ইত্যাদি প্রত্যেকটি বিষয়ে জেনেনিব।
Garena Free Fire Game এর মালিক কে ?
ফ্রি ফায়ার নামের জনপ্রিয় গামটিকে “Garena” নামের একটি কোম্পানির দ্বারা তৈরি করা হয়েছে যেটার আরম্ভ ২০০৯ সালে সিঙ্গাপুর (Singapore) নামের শহরে করা হয়েছিল।
Garena নামটিতে দুটো শব্দের মিশ্রণ রয়েছে, একটি “Global” এবং আরেকটি “Arena”.
২০০৯ শাল থেকেই এই কোম্পানি বিভিন্ন আলাদা আলাদা রকমের গেম তৈরি করে এসেছে এবং এখন পর্যন্ত প্রায় ৩০ থেকেও অধিক গেমস তৈরি করা হয়ে গেছে।
এই কোম্পানির দ্বারা তৈরি অন্যান্য কিছু Games গুলোর নাম হলো, Arena of Valor, Headshot, Firefall, Point Break ইত্যাদি।
আপনারা এটাও জেনে রাখুন যে, ফ্রি ফায়ার বানানো কোম্পানি Garenaর ফাউন্ডার এর নাম হলো “Forrest Li” এবং উনার মাথায় ফ্রি ফায়ার গেমটি বানানোর বিচার এসেছিলো।
আর যদি এভাবে দেখা হয় তাহলে এই ফ্রি ফায়ার গেম এর মালিক Forrest Li কেই বলা হবে।
বর্তমান সময়ে Forrest Li তার কোম্পানি Garena তে একজন CEO এবং Chairman এর পদ সামলাচ্ছেন।
Garena কোম্পানির সব থেকে প্রথম product টি ছিল Garena Plus, যেটা মূলত একটি online gaming এবং social media platform.
এই প্লাটফর্ম এর মাধ্যমে আপনারা গেম খেলার সাথে সাথে নিজের বন্ধুদের সাথে অনলাইনে কথাবার্তা বলতে পারবেন।
এমনিতে দেখতে গেলে Free Fire গেম এর আগে Garena কোম্পানিটি তেমন জনপ্রিয় বা লোকপ্রিয় ছিলোনা, কেননা এই কোম্পানি মূলত তাদের লোকাল গেম গুলোর জন্যই কিছুটা বিখ্যাত ছিল।
তবে, ২০১৭ সালে Free Fire গেমটি লঞ্চ (launch) করার পর Garena কোম্পানিটি তাদের একটি নতুন পরিচয় পেয়ে গিয়েছে।
Free Fire কোন দেশ তৈরি করেছে ?
Free fire হলো একটি Battle royale game যেটাকে develop এবং published করা দুটোই কোম্পানির headquarter রয়েছে Singapore শহরে।
তাই, যদি বলা হয় যে, ফ্রি ফায়ার গেম কোন দেশে তৈরি হয়েছে, তাহলে সরাসরি উত্তর হবে “Singapore“.
বর্তমান সময়ে ফ্রি ফায়ার এর ওয়ার্ল্ডওয়াইড প্রায় ৪৫০ মিলিয়ন থেকেও অধিক রেজিস্টার্ড ইউসার রয়েছে।
তাই, আপনি অনুমান অবশই করতে পারবেন যে এই গেমটি কতটা জনপ্রিয়তা লাভ করেছে।
আর এতটা জনপ্রিয়তা লাভ করা গেমটি কোন দেশের দ্বারা বানানো হয়েছে, সেটা প্রত্যেকেই জেনেনিতে চান।
যদি PUBG গমের কথা বলা হয়, তাহলে PUBG বানানো হয়েছে সাউথ কোরিয়া দেশে।
ফ্রী ফায়ার কে আবিষ্কার করেছে । Free Fire কে তৈরি করেছে
ফ্রি ফায়ার গেম কে বানিয়েছে বা কে আবিষ্কার করেছে এই দুটো প্রশ্নের উত্তর একি।
২০১৭ সাল আসতে আসতে battle royal games এর জনপ্রিয়তা এবং লোকপ্রিয়তা PC প্লাটফর্মে অধিক পরিমানে বৃদ্ধি পেয়ে গিয়েছিলো।
আর সেই সময়ের সব থেকে অধিক জনপ্রিয় battle royal game টি হলো PUBG.
তবে, ভালো করে দেখলে আমরা বুঝতে পারি যে সেই সময় মোবাইল প্লাটফর্মের (mobile platform) এর জন্য তেমন কোনো battle royal game কিন্তু ছিলোনা।
আর এই সুযোগের লাভ নিয়ে Garena কোম্পানির founder, Forrest Li দ্বারা মোবাইল প্লাটফর্ম এর জন্য ব্যাটেল রয়েল গেম তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হলো।
Free fire গেম এর development শুরু হয় ২০১৭ সালের মধ্যে ভাগে। আর এই গাম বানানোর কাজ দেওয়া হয়েছিল Garena র দুটো ছোট ছোট কোম্পানিকে যেগুলো হলো, “111dots studio” (Vietnam) এবং Omens studios (Netherlands).
আর এর কিছু সময় পরেই ফ্রি ফায়ার গেমের বিটা ভার্সন রিলিজ করে দেওয়া হলো। এবং শেষে, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে ফ্রি ফায়ার গমটিকে ওয়ার্ল্ডওয়াইড (worldwide) লঞ্চ (launch) করে দেওয়া হলো।
তবে ফ্রি ফায়ারের আগেই জনপ্রিয় ব্যাটেল রয়েল গেম PUBG কে mobile version এর জন্য রিলিজ করে দেওয়া হয়েছিল যদিও এর মধ্যেই ফ্রি ফায়ার গেমটিও প্রচুর জনপ্রিয়তা লাভ করে নিয়েছে।
২০১৭ সালে এই দুটি ব্যাটেল রয়েল গেম সম্পূর্ণ গেমিং জগতে গেমিং এর মনোভাব সম্পূর্ণ ভাবে পাল্টে দিয়েছিলো। প্রত্যেকেই যেমন PUBG এবং Free Fire ছাড়া অন্য কোনো গেম চিনতেননা।
Free fire গেমটি launch হওয়ার প্রায় ২ মাস পরেই ২২ টি দেশে সেরা ১ নং গেম হিসেবে স্বীকৃতি পায়।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা ফ্রি ফায়ার গেমের ইতিহাস, ফ্রী ফায়ার কে তৈরি করেছে এবং কোন দেশে এই গেম বানানো হয়েছে এই প্রত্যেকটি বিষয়ে জেনেনিতে পারলাম।
আমাদের আজকের আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।
এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।