সমকোণী ত্রিভুজ কাকে বলে? What is Right Triangle in Bengali?
যে ত্রিভুজের একটি কোণ সমকোণ (৯০°) তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে লম্ব ও ভূমি। লম্বকে উন্নতি বলা হয়। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয় এবং অতিভুজ সর্বদা বৃহত্তম বাহু।
সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে। অর্থাৎ, (অতিভুজ)২ = (লম্ব)২ + (ভূমি)২।
আরো পড়ুনঃ-
১। ত্রিকোণমিতি কাকে বলে? ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান।
২। স্থান, তল, রেখা ও বিন্দুর ধারণা।
৪। উন্নতি কোণ ও অবনতি কোণ কাকে বলে?
৫। সমদ্বিবাহু ত্রিভুজ (Isosceles triangle) কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য।
৭। কণিক কাকে বলে? কণিকের প্রকারভেদ, ব্যবহার। Conics in Bengali
৮। জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ বলতে কি বুঝায়?
৯। তল, রেখা ও বিন্দু সম্পর্কে ইউক্লিডের বর্ণনা লিখ।
১০। ত্রিভুজের অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্বকেন্দ্র কাকে বলে?
১১। জ্যামিতি কি? জ্যামিতির ইতিহাস। What is Geometry in Bengali?
১২। দ্বিপদী উপপাদ্য কাকে বলে? দ্বিপদী উপপাদ্যের ব্যবহার। Binomial theorem in Bengali
১৩। ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কত প্রকার ও কি কি? (Triangle in Bengali?)
১৪। সম্পাদ্য কাকে বলে? সম্পাদ্যের কয়টি অংশ ও কি কি?
১৫। প্রিজম কি? What is Prism in Bengali/Bangla?
১৬। কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণের সংজ্ঞা কি?
১৭। পিথাগোরাসের উপপাদ্য বলতে কী বোঝায়?
১৮। চিত্রসহ বিন্দুর লম্ব অভিক্ষেপের সংজ্ঞা দাও।
২০। ট্রাপিজিয়াম একটি সামান্তরিক- ব্যাখ্যা কর।
২১। বৃত্ত কি? বৃত্তের ইতিহাস ও বৈশিষ্ট্য। What is Circle in Bengali?