টেলিগ্রাফ (Telegraph) কি? টেলিগ্রাফ কীভাবে কাজ করে?
যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক তারের মাধ্যমে এক স্থান হতে দূরবর্তী কোনো স্থানে সাংকেতিক ভাষায় সংবাদ প্রেরণ করা হয় সে যন্ত্রকে টেলিগ্রাফ বলে। বিজ্ঞানী মোর্স বিন্দু ও রেখার সাহায্যে কতগুলো সংকেত তৈরি করেন যা ইংরেজি বর্ণমালার প্রতিটি অক্ষরকে নির্দেশ করে। এই সংকেতের মাধ্যমেই দূরবর্তী স্থানে সংবাদ প্রেরণ করা হয়।
টেলিগ্রাফ যেভাবে কাজ করে?
টেলিগ্রাফ যন্ত্রে তিনটি অংশ থাকে। যথা : প্রেরক যন্ত্র, গ্রাহক যন্ত্র এবং রিলে। প্রেরক যন্ত্রের Key চাপলে বিদ্যুৎ প্রবাহ চলা শুরু হয় আর Key বন্ধ করলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়। আর এ প্রক্রিয়া পর্যায়ক্রমে চলতে থাকে। প্রেরক যন্ত্রের Key চাপলে বিদ্যুৎ প্রবাহ বৈদ্যুতিক চুম্বক ও আর্মেচার বিশিষ্ট গ্রাহক যন্ত্রের বৈদ্যুতিক চুম্বকের মধ্য দিয়ে প্রবাহিত হয়। ফলে এটি আর্মেচারে নির্মিত পাতকে আঘাত করে। আর Key বন্ধ করলে আর্মেচারটি স্প্রিং এর টানে পূর্বের অবস্থানে ফিরে যায় এবং অন্য একটি পাতের টুকরাকে আঘাত করে।