কলয়েড ও সাসপেনশন কাকে বলে? কলয়েড ও সাসপেনশন কি একই?
কলয়েডঃ যে ধরনের মিশ্রণে অতিক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং একে রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না তাকে কলয়েড বলে। কলয়েডে বিদ্যমান উপাদানগুলো দ্রবীভূত না হয়ে ছড়িয়ে থাকে। কলয়েডে দুটি দশা থাকে।
সাসপেনশনঃ যে মিশ্রণ রেখে দিলে এর উপাদানগুলো আংশিকভাবে আলাদা হয়ে যায় তাকে সাসপেনশন বলে। যেমন, চক মিহি করে গুঁড়া করে পানিতে যোগ করে ভালোভাবে নাড়া দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলে যে মিশ্রণ পাওয়া যায় সেগুলো সাসপেনশন।
কলয়েড ও সাসপেনশন কি একই?
কলয়েড ও সাসপেনশন একই নয়। কারণ, সাসপেনশনের বেলায় একটি উপকরণের ছোট ছোট কণাগুলো ভাসমান অবস্থায় থাকে না, একটি সময় এটি তলানি রূপে জমা হয়। কিন্তু কলয়েডের বেলায় কণাগুলো এতই ক্ষুদ্র ও হাল্কা যে কখনোই পাত্রের তলায় জমা হতে পারবে না, সব সময়ই ভাসমান বা সাসপেন্ডেড অবস্থায় থাকবে। তাই কলয়েড ও সাসপেনশন একই নয়।