অর্থনীতি

মূল্য সংযোজন কর বা VAT কি? VAT কীভাবে নির্ধারণ করা হয়?

মূল্য সংযোজন কর বা VAT (Value Added Tax) হলো কোনো দ্রব্য বা সেবার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায়ে সংযোজিত মূল্যের ওপর আরোপিত শতকরা হারের কর।

VAT কীভাবে নির্ধারণ করা হয়?

উৎপাদক করদাতা তার মােট পণ্য বিক্রির উপর নির্দিষ্ট হারে VAT নির্ধারণ করবে এবং তা থেকে ক্রয়কৃত কাঁচামালের উপর প্রদত্ত কর (VAT) বাদ দিয়ে নীট অংশটুকু মূল্য সংযােজন কর হিসেবে কর্তৃপক্ষের নিকট প্রদান করবে।
উদাহরণ : মনে করি, একজন উৎপাদক বাজারে তার উৎপাদিত পণ্য জুতা ১০০০ টাকায় বিক্রয় করছে। জুতা তৈরিতে তিনি ৭০০ টাকার কাঁচামাল ব্যবহার করেছেন। তিনি মূল্য সংযােজন করেছেন = (১০০০ – ৭০০) টাকা = ৩০০ টাকার। কাজেই তিনি নীট VAT দিবেন।
বিক্রয়মূল্যের উপর VAT – কাঁচামালের উপর VAT
= ১০০০ এর ১৫ % – ৭০০ টাকার ১৫ %
= (১৫০ – ১০৫) টাকা = ৪৫ টাকা
সুতরাং উৎপাদন পর্যায়ে প্রদত্ত সর্বশেষ এই ৪৫ টাকা হল উৎপাদনকারী কর্তৃক প্রদত্ত VAT.

আরো পড়ুনঃ-

১। মোট সামগ্রিক আয়।

২। দাম ব্যবস্থা কি? What is Price System in Bengali/Bangla?

৩। অর্থনীতিতে ‘দুষ্প্রাপ্যতা’ এবং ‘নির্বাচন’ কি?

৪। প্রকৃত মজুরি ও আর্থিক মজুরি বলতে কি বুঝায়?

৫। রাইট শেয়ার কি?

৬। বিনিময় বিল কাকে বলে?

৭ । ব্যাংকের তারল্য নীতি বলতে কি বুঝায়?

৮। বিনিয়োগ বলতে কি বুঝায়?

৯। মূল্য সংযোজন কর বা VAT কি? VAT কীভাবে নির্ধারণ করা হয়?

১০। রেওয়ামিল কি?

১১। জাবেদা ও খতিয়ানের পার্থক্য কি?

১২। মজুরি কি? মজুরি কত প্রকার ও কি কি?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button