জীববিজ্ঞান
জিন মিউটেশন বলতে কি বুঝায়? এটি কত প্রকার ও কি কি? এর কারণ ও ফলাফল
জিন মিউটেশন বলতে কোষের জিনগত পরিবর্তনকে বুঝায়। জিন মিউটেশনের ফলে জীবে নতুন ধরনের চরিত্র দেখা দিতে পারে। জিন মিউটেশন দুই প্রকার। যথা : ১. পয়েন্ট মিউটেশন এবং ২. মেফসিফট মিউটেশন।
জিন মিউটেশনের কারণ :
১. এটি স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন হতে পারে।
২. পরিবেশগত উপাদানের কারণে হতে পারে।
৩. ভুল প্রতিলিপিকরণের মাধ্যমে।
৪. ভুল রিকম্বিনেশনের মাধ্যমে।
৫. UV রশ্মি, X-ray, গামা রশ্মির প্রভাবে হতে পারে।
জিন মিউটেশনের ফলাফল :
১. বিবর্তনের ধারা বজায় থাকে।
২. জিনগত বৈশিষ্ট্য পরিবর্তনের উৎস হিসেবে কাজ করে।
৩. প্রজাতির ধারা বজায় রাখতে সাহায্য করে।