জৈব রসায়ন

প্রোপেন (Propane) কি? প্রোপেন এর সংকেত ও ব্যবহার

প্রোপেন হচ্ছে একটি জৈব যৌগ। এটি তিন কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন যার আণবিক সংকেত C
3
H
8
, সাধারণত একটি গ্যাসীয় পদার্থ কিন্তু উচ্চচাপে বহনযোগ্য তরলে রুপান্তর করা সম্ভব।

প্রোপেনের ব্যবহার

  • গৃহস্থালী কাজে জ্বালানী হিসেবে প্রোপেন ব্যবহার করা হয়।
  • রেফ্রিজারেশানে প্রোপেন ব্যবহার করা হয়।
  • বারবিকিউ রেস্তোরায় প্রোপেন ব্যবহার করা হয়।
  • যানবাহনের জ্বালানী হিসেবে প্রোপেন ব্যবহার করা হয়।
  • ঝালাইয়ের কাজে প্রোপেনকে প্রাথমিক দহন গ্যাস হিসেবে ব্যবহার করা হয়।
  • গরম বাতাস বেলুন গুলোর প্রাথমিক জ্বালানী হিসেবে প্রোপেন ব্যবহার করা হয়।
  • অর্ধপরিবাহী উৎপাদনে সিলিকন কার্বাইড সংরক্ষণে প্রোপেন ব্যবহার করা হয়।
  • থিম পার্ক এবং চলচিত্র শিল্পে বিষ্ফোরণ সহ বিশেষ দৃশের জন্য সুলভ এবং উচ্চশক্তিসম্পন্ন জ্বালানী হিসেবে প্রোপেন ব্যবহার করা হয়।
  • বাড়িতে ব্যবহৃত বাতাস সতেজকরণ স্প্রে বা এয়ার ফ্রেশনার স্প্রে তে প্রোপেল্যান্ট হিসেবে প্রোপেন ব্যবহার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button