তথ্য প্রযুক্তি
আইআরসি (IRC) কি?
Internet Relay Chat বা IRC এমন এক ধরনের সার্ভিস, যার মাধ্যমে বিভিন্ন ইউজার পরস্পরের সাথে আলোচনা বা গল্পগুজব করতে পারে। এটি আসলে এমন একটি সার্ভিস, যা এত দ্রুততম সময়ে মেসেজ আদান-প্রদান করে যে মনে হয় ইউজাররা খুব কাছাকাছি অবস্থান করছে। IRC সেবা পেতে দুটি জিনিসের প্রয়োজন হয়। এগুলো হলো :
১. Internet Connection
২. Chatting Software.