তথ্য প্রযুক্তি
Global Village শব্দের অর্থ কি? Global Village বলতে কি বুঝায়?
Global Village শব্দের অর্থ বিশ্বগ্রাম। Global Village হলাে তথ্য ও যােগাযােগ প্রযুক্তিনির্ভর এমন একটি পরিবেশ, যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান ১৯৬২ সালে Global Village শব্দটি তার প্রকাশিত দ্যা গুটেনবার্গ গ্যালাক্সি (The Gutenberg Galaxy) বইটিতে তুলে ধরেন।