স্থিতিস্থাপক অবসাদ বা স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে?
কোনাে স্থিতিস্থাপক বস্তুর উপর প্রযুক্ত পীড়ন যদি দীর্ঘ সময় ধরে ক্রমাগত হ্রাস বৃদ্ধি করা যায় তাহলে প্রযুক্ত পীড়ন স্থিতিস্থাপক সীমার নিচে থাকা সত্ত্বেও বস্তুটির স্থিতিস্থাপক ধর্মের অবনতি ঘটে। অর্থাৎ প্রত্যেকবার পীড়ন অপসারণ করার পরেও বস্তুটিতে কিছু স্থায়ী বিকৃতি থেকে যায় এবং বস্তুটির কোনাে কোনাে অংশ সরু হয়ে যায়। তখন স্বাভাবিক অসহ পীড়নের চেয়ে কম পীড়নের বস্তুটি ভেঙে বা ছিঁড়ে যায়। পীড়নের দ্রুত হ্রাসবৃদ্ধির ফলে কোনাে বস্তুর স্থিতিস্থাপক সামর্থ্য লােপ পাওয়াকে স্থিতিস্থাপক অবসাদ বা স্থিতিস্থাপক ক্লান্তি বলে।
আরো পড়ুনঃ-
১। স্থিতিস্থাপক বস্তু কাকে বলে?
৩। স্বাভাবিক বা মুক্ত কম্পন কাকে বলে?
৪। পয়সনের অনুপাত কাকে বলে? পয়সনের অনুপাতের মাত্রা ও একক নেই কেন?
৮। বিকৃতি কাকে বলে? বিকৃতি কত প্রকার? বিকৃতি কি রাশি? বিকৃতির একক কি?
৯। আসঞ্জন বল ও সংসক্তি বল কাকে বলে?
১০। অসহ বল কাকে বলে?