তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য কোষ কিভাবে কাজ করে?
যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ চালানো হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। তড়িৎ বিশ্লেষ্য কোষ তৈরিতে একটি তড়িৎ অপরিবাহী পাত্রে (যেমন: কাঁচের পাত্রে) একটি উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য যেমন, গলিত সোডিয়াম ক্লোরাইড নেয়া হয় এবং এতে দুটি তড়িৎদ্বার থাকে। দু’টি তড়িৎদ্বার গলিত লবণে বা লবণের দ্রবণে প্রবেশ করানো হয়।
তড়িৎবিশ্লেষ্য কোষ কিভাবে কাজ করে?
কোষের মধ্যে বিদ্যুৎপ্রবাহ চালালে একটি ধনাত্মক পোল তড়িৎদ্বার (অ্যানোড) ও অপরটি ঋণাত্মক পোল তড়িৎদ্বার (ক্যাথোড) এর সৃষ্টি হয়। এর ফলে তড়িৎবিশ্লেষ্য দ্রবণে উপস্থিত আয়নসমূহ তাদের চার্জ অনুসারে তড়িদদ্বারে আকৃষ্ট হয় অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত আয়ন অ্যানোডে এবং ধনাত্মক চার্জযুক্ত আয়ন ক্যাথোডে আকৃষ্ট হয়। ঋণাত্মক আয়ন অ্যানোডে ইলেকট্রন প্রদান (জারণ) করে নতুন পদার্থে পরিণত হয়। অপরদিকে ধনাত্মক আয়ন ক্যাথোড হতে ইলেকট্রন গ্রহণ (বিজারণ) করে নতুন পদার্থে পরিণত হয়৷ এভাবে তড়িৎবিশ্লেষ্য কোষ অ্যানোডে জারণ বিক্রিয়ার সৃষ্ট ইলেকট্রন কোষের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ক্যাথোডের বিজারণ বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় ইলেকট্রনের চাহিদা মেটায়। যেমন–
তবে কোষে বিদ্যুৎপ্রবাহের ফলে শুধুমাত্র যে চার্জযুক্ত আয়ন আকৃষ্ট হয় তা নয়, দ্রবণে উপস্থিত চার্জবিহীন যৌগ ও তাদের জারিত বা বিজারিত হওয়ার প্রবণতার উপর ভিত্তি করে অ্যানোড বা ক্যাথোড দ্বারা আকৃষ্ট হতে পারে। এ কোষে তড়িৎশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।