গৌণ কোষ বা সঞ্চয়ী কোষ কাকে বলে? তুল্য ভরকে রাসায়নিক তুল্যাঙ্কও বলা যায় কেন?
যে বিদ্যুৎ কোষে বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহিত করে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত রাখা হয় এবং পরে ঐ রাসায়নিক শক্তিকে পুনরায় বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে গৌণ কোষ বা সঞ্চয়ী কোষ বলে। সাধারণত লেড সঞ্চয়ী কোষ ও নিকেল অক্সাইড সঞ্চয়ী কোষ নামক দুটি সঞ্চয়ী কোষ ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
তুল্য ভরকে রাসায়নিক তুল্যাঙ্কও বলা যায় কেন?
এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ এক সেকেন্ড চালনা করে অর্থাৎ এক কুলম্ব তড়িৎ প্রবাহ চালনা করে যে পরিমাণ (গ্রামে প্রকাশিত) পদার্থ তড়িদদ্বারে সঞ্চিত অথবা তড়িদদ্বার হতে দ্রবণে দ্রবীভূত হয়, তাকে ঐ মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে।
অপরদিকে 96500 কুলম্ব তড়িৎ প্রবাহ চালনা করে যে পরিমাণ পদার্থ তড়িদদ্বারে সঞ্চিত (চার্জমুক্ত) অথবা তড়িদদ্বার হতে দ্রবণে দ্রবীভূত (চার্জযুক্ত) হয় তাকে ঐ মৌলের তুল্য ভর বলা যায়। তুল্য ভর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মতো তড়িদদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত মৌলের পরিমাণের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক নির্দেশ করে। তাই তুল্য ভরকে রাসায়নিক তুল্যাঙ্ক বলা যায়।