ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. জীবজগৎ কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
সঠিক উত্তর : ঘ
২. বিজ্ঞানী মারগিউলিস ও হুইটেকার কত সালে শ্রেণিবিন্যাস আবিষ্কার করেন?
ক. ১৯৭৮ খ. ১৯৭৯
গ. ১৯৮০ ঘ. ১৯৮৫
সঠিক উত্তর : ক
৩. নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ?
ক. তাল খ. সুপারি
গ. শেওলা ঘ. আম
সঠিক উত্তর : গ
৪. কোনটি ফলে পরিণত হয়?
ক. গর্ভমুণ্ড খ. গর্ভাশয়
গ. গর্ভদণ্ড ঘ. পাতা
সঠিক উত্তর : খ
৫. গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়?
ক. ফলে খ. ভ্রূণে
গ. রসাল ত্বকে ঘ. বীজে
সঠিক উত্তর : খ
৬. স্টার ফিশ, সি আর্চিন ইত্যাদির বহিঃত্বক কেমন?
ক. কাঁটাযুক্ত খ. মসৃণ
গ. গর্তময় ঘ. তৈলাক্ত
সঠিক উত্তর : ক
৭. কোন কোন অমেরুদণ্ডীতে যে সিলেন্টরন দেখা যায়, তা আসলে কী?
ক. উপাঙ্গ খ. বক্ষ
গ. বহিঃত্বক ঘ. ফাঁপা শরীর
সঠিক উত্তর : ঘ
৮. ত্বকে লোম, আঁইশ বা পালক কিছুই নেই কাদের?
ক. শোল খ. হরিণ
গ. কুনো ব্যাঙ ঘ. ইঁদুর
সঠিক উত্তর : গ
৯. কোন উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না?
ক. গাঁদা ফুল খ. কুমড়াগাছ
গ. ছত্রাক ঘ. শেওলা
সঠিক উত্তর : গ
১০. দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদের?
ক. ঢেঁকি শাক খ. মগ
গ. ক্লোরেলা ঘ. মাশরুম
সঠিক উত্তর : ক
আরো পড়ুনঃ-
১। ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২। ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩। ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪। ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর