লোড শেডিং মানে কি? Load shedding meaning in Bengali?
লোড শেডিং (Load shedding) মানে কিছু সময় বা তার অধিক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়া। এটা আমাদের সভ্য জীবনে বিরক্তিকর। লোডশেডিং এর সময় আমরা খুব অস্বস্তিবোধ করি। কারণ, এ সময়ে বৈদ্যুতিক পাখা, ফ্রিজ, এয়ারকুলার ইত্যাদি চলে না। রাতে লোডশেডিং-এর ফলে সমস্ত পরিবেশ ভীষণ অন্ধকার হয়ে যায়। এ সময়ে চোর এবং পকেটমাররা রাস্তায় ঘুর ঘুর করে। তাই লোডশেডিং-এর সময় রাস্তায় লোকজনের চলাচল নিরাপদ নয়। লোডশেডিং পড়াশুনায় সমস্যা হয়। লোডশেডিং দিনে দুই বা ততোধিক বার হয়। এটা কমপক্ষে ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত হয়। লোডশেডিং সবসময় জাতীয় অর্থনীতির অনেক ক্ষতি করে। এটা শিল্প উৎপাদন ব্যাহত করে। এ সময় অনেক উৎপাদনক্ষম মেশিন এবং কলকারখানা চলে না। তাই লোডশেডিং নিয়ন্ত্রণের জন্য সরকারের পদক্ষেপ নেয়া প্রয়োজন।
আরো পড়ুনঃ-
১। অপারেশন সার্চ লাইট বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
২। ক্যাসিনো কি? ক্যাসিনোর ইতিহাস। What is a Casino in Bengali?
৩। কুরিয়ার সার্ভিস কি? What is Courier service in Bengali?
৪। টাঙ্গুয়ার হাওড় কি? What is Tanguar Haor in Bengali?
৫। চিরস্থায়ী বন্দোবস্ত কী? চিরস্থায়ী বন্দোবস্তের শর্তসমূহ।
৬। এল নিনো (El Nino) কাকে বলে? এল নিনো শব্দের অর্থ কি? এল নিনো কোথায় দেখা যায়?
৭। সংবাদপত্র বলতে কি বুঝায়? What is meant by Newspaper in Bengali?