ডেটাবেজ
এনক্রিপশন কাকে বলে? সর্টিং এবং ইনডেক্সিং এর মধ্যে পার্থক্য কি?
ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয় তাকে ডেটা এনক্রিপশন পদ্ধতি বলা হয় অর্থাৎ ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর আগে মূল ফরমেট থেকে অন্য ফরমেটে রূপান্তর করার প্রক্রিয়াকে এনক্রিপশন বলে।
সর্টিং (Sorting) এবং ইনডেক্সিং (Indexing) এর মধ্যে পার্থক্য কি?
সর্টিং এবং ইনডেক্সিং এর মধ্যে পার্থক্য নিম্নরূপ :
সর্টিং (Sorting)
- এক বা একাধিক ফিল্ড এর মানের উপর ভিত্তি করে ডেটাবেজের রেকর্ডগুলোকে উর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজানোর প্রক্রিয়াকে ডেটাবেজ সর্টিং বলে।
- ডেটাবেজে সর্টিং এর উদ্দেশ্য হলো কোন ডেটাবেজ টেবিল থেকে কুয়েরির মাধ্যমে প্রাপ্ত আউটপুট ডেটাকে সাজিয়ে উপস্থাপন করা।
- ডেটাবেজ সর্টিং এর ফলে নতুন ফাইল তৈরি হয় না ফলে সংরক্ষণের জন্য নতুন মেমোরিরও প্রয়োজন হয় না।
ইনডেক্সিং (Indexing)
- ইনডেক্সিং হচ্ছে সুসজ্জিতভাবে বা সুবিন্যস্তভাবে ডেটার সূচি প্রণয়ন করা।
- ডেটাবেজে ইনডেক্সিং এর উদ্দেশ্য হলো কোন ডেটাবেজ টেবিল থেকে কুয়েরির মাধ্যমে দ্রুত কাঙ্খিত ডেটা খুজে পাওয়া।
- ডেটাবেজ ইনডেক্সিং এর ফলে নতুন ফাইল তৈরি হয় এবং ফাইলটি সংরক্ষণের জন্য নতুন মেমোরির প্রয়োজন হয়।
আরো পড়ুনঃ-
১। কুয়েরি কি? কত প্রকার ও কি কি? (What is Query in Bengali?)
২। ডাটা সর্টিং বা সাজানো বলতে কি বুঝায়? (Data Sorting in Bengali)
৩। ডেটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি?
৪। ডাটাবেস প্রোগ্রাম কাকে বলে? ডাটাবেস প্রোগ্রাম এর বৈশিষ্ট্য কি কি?
৫। ডাটা সিকিউরিটি বলতে কি বুঝায়? ডাটা সিকিউরিটি গুরুত্বপূর্ণ বিষয় কেন?
৬। ডেটা হায়ারার্কি কি? ডেটা হায়ারার্কি এর অংশ কয়টি? (Data hierarchy in Bengali)
৭। ম্যানুয়াল ডেটা প্রসেসিং ও ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এর মধ্যে পার্থক্য কি?
৮। ডেটা রিকভারি বলতে কী বোঝায়? ডেটা রিকভারির পদ্ধতিগুলাে কি কি?
৯। ইনডেক্সিং কি? ইনডেক্সিং এর বৈশিষ্ট্য। (Indexing in Bengali)