কম্পিউটার
সাবনোটবুক কি? আইবিএম (IBM) এর জন্ম কখন হয়?
ল্যাপটপের চেয়ে অনেক ছোট এবং হালকা কিন্তু হ্যান্ডহেল্ড কম্পিউটারের চেয়ে বড় কম্পিউটার হলো সাবনোটবুক (Subnotebook) । একে আলট্রা অথবা মিনি নোটবুকও বলা হয়। সাবনোটবুকের দাম নোটবুকের চেয়ে বেশি। এগুলোর পর্দার সাইজ ১৪ ইঞ্চির চেয়ে ছোট এবং ওজন ২ কেজি (৪.৪ পাউন্ড) এর চেয়ে কম। সাবনোট কম্পিউটারের সাইজ ছোট করতে গিয়ে অনেক পোর্ট অথবা রিমুভাল মিডিয়া অথবা অপটিক্যাল ডিস্ক ড্রাইভ বাদ দেয়া হয়েছে।
আইবিএমের জন্ম কখন হয়?
হেরম্যান হলোরিথ ১৮৯৬ সালে ‘টেবুলেটিং মেশিন কোম্পানী’ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন যা পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে বৃহত্তর কম্পিউটার তৈরির প্রতিষ্ঠানের রূপান্তরিত হয়। এ প্রতিষ্ঠানটি বর্তমানে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন বা আইবিএম (IBM) নামে পরিচিত।