বিদ্যুৎ উৎপাদন কাকে বলে? বিদ্যুৎ উৎপাদন পদ্ধতিগুলোর নাম।
বিদ্যুৎ এক প্রকার শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু এর প্রতিক্রিয়া অনুধাবন করা যায়। বিভিন্ন প্রকার শক্তি রূপান্তরের মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, তাকে বিদ্যুৎ উৎপাদন বলে।
বিদ্যুৎ উৎপাদন পদ্ধতিগুলোর নাম
বিভিন্ন শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎশক্তি উৎপাদন করা যায়। রূপান্তর পদ্ধতিগুলোর উপর ভিত্তি করে নাম নিম্নে উল্লেখ করা হলো। যথা–
(ক) গ্যাস টারবাইন পদ্ধতি;
(খ) ডিজেল টারবাইন পদ্ধতি;
(গ) হাইড্রোলিক টারবাইন পদ্ধতি;
(ঘ) বাষ্প টারবাইন পদ্ধতি;
(ঙ) পারমাণবিক টারবাইন পদ্ধতি;
(চ) সোলার পদ্ধতি।
আরো পড়ুনঃ-
১। বিদ্যুৎ উৎপাদন কাকে বলে? বিদ্যুৎ উৎপাদন পদ্ধতিগুলোর নাম।
২। জলবিদ্যুৎ কাকে বলে? জলবিদ্যুৎ এর সুবিধা ও অসুবিধা কি?
৩। পানি বিদ্যুৎ কাকে বলে? পানিবিদ্যুৎ শক্তি উৎপাদনের কয়েকটি প্রকল্পের নাম।