প্রশ্ন ও উত্তর

আমার পথ (কাজী নজরুল ইসলাম) প্রবন্ধ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর : কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-২. বাংলাদেশের জাতীয় কবি কে?

উত্তর : বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন-৩. ‘রুদ্রমঙ্গল’ গ্রন্থটির লেখক কে?

উত্তর : ‘রুদ্রমঙ্গল’ গ্রন্থটির লেখক কাজী নজরুল ইসলাম৷

প্রশ্ন-৪. ‘আমার পথ’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

উত্তর : ‘আমার পথ’ প্রবন্ধটি ‘রুদ্র-মঙ্গল’ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

প্রশ্ন-৫. কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন?

উত্তর : কাজী নজরুল ইসলাম ঢাকায় মৃত্যুবরণ করেন।

প্রশ্ন-৬. কাজী নজরুল ইসলাম সালে কত তারিখে মৃত্যুবরণ করেন?

উত্তর : কাজী নজরুল ইসলাম সালে ১৯৭৬ সালের ২৯শে আগস্ট মৃত্যুবরণ করেন।

প্রশ্ন-৭. কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?

উত্তর : কাজী নজরুল ইসলামের কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত।

প্রশ্ন-৮. কীভাবে মানুষের মনে আপনা-আপনি একটা জোর আসে?

উত্তর : নিজেকে চিনলে মানুষের মনে আপনা-আপনি একটা জোর আসে।

প্রশ্ন-৯. অতিরিক্ত বিনয় মানুষকে কী করে?

উত্তর : অতিরিক্ত বিনয় মানুষকে ছোট করে।

প্রশ্ন-১০. ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে কাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়?

উত্তর : ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে নিজ আত্মাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়।

প্রশ্ন-১১. ‘কুর্নিশ’ শব্দটির অর্থ কি?

উত্তর : ‘কুর্নিশ’ শব্দটির অর্থ অভিবাদন বা সম্মান প্রদর্শন।

প্রশ্ন-১২. কোন দিন আমরা সত্যি সত্যি স্বাধীন হব?

উত্তর : যেদিন আমারা আত্মনির্ভরশীল হতে পারব, সেদিনই আমরা সত্যি সত্যি স্বাধীন হব।

প্রশ্ন-১৩. প্রাবন্ধিক কোন পথকে বিপথ মনে করেন?

উত্তর : প্রাবন্ধিক সত্যের বিরোধী পথকে বিপথ মনে করেন।

প্রশ্ন-১৪. মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে কখন?

উত্তর : সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে।

প্রশ্ন-১৫. কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে দেয়?

উত্তর : কবি কাজী নজরুল ইসলামের মতে, পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে দেয়।

প্রশ্ন-১৬. ‘আমার পথ’ প্রবন্ধে আমার পথ আমাকে কী দেখাবে?

উত্তর : ‘আমার পথ’ প্রবন্ধে আমার পথ আমাকে আমার সত্য দেখাবে।

প্রশ্ন-১৭. মিথ্যা, ভণ্ডামি, মেকি দূর করতে কী প্রয়োজন?

উত্তর : মিথ্যা, ভণ্ডামি, মেকি দূর করতে আগুনের ঝান্ডা প্রয়োজন।

প্রশ্ন-১৮. ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিকের মতে, আত্মাকে চিনলে কী আসে?

উত্তর : ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিকের মতে, আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button