রেনইকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রস্তুতির সুবিধার্থে ‘রেইনকোট’ গল্পের গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর নিচে তুলে ধরা হলো। আশা করি তোমাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
প্রশ্ন-১. আখতারুজ্জামান ইলিয়াস কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৯৪৩ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-২. আখতারুজ্জামান ইলিয়াস খ্রিষ্টীয় কোন মাসের কোন তারিখে জন্ম গ্রহণ করেন?
উত্তর : ফেব্রয়ারি মাসের ১২ তারিখ।
প্রশ্ন-৩. আখতারুজ্জামান ইলিয়াস-এর পিতার নাম কি?
উত্তর : বি.এম. ইলিয়াস।
প্রশ্ন-৪. আখতারুজ্জামান ইলিয়াস-এর মাতার নাম কি?
উত্তর : মরিয়ম ইলিয়াস।
প্রশ্ন-৫. আখতারুজ্জামান ইলিয়াস-এর পিতৃদত্ত নাম কী?
উত্তর : আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস।
প্রশ্ন-৬. আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : গাইবান্ধার গোটিয়া গ্রামে মামাবাড়িতে।
প্রশ্ন-৭. আখতারুজ্জামান ইলিয়াস-এর পিতৃনিবাস কোথায়?
উত্তর : বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নারুলি গ্রামে।
প্রশ্ন-৮. আখতারুজ্জামান ইলিয়াস কোথা থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
প্রশ্ন-৯. আখতারুজ্জামান ইলিয়াস কোন বিষয়ে লেখাপড়া করেন?
উত্তর : বাংলা বিষয়ে।
প্রশ্ন-১০. আখতারুজ্জামান ইলিয়াস-এর গল্পগ্রন্থগুলোর নাম লেখ।
উত্তর : ‘অন্য ঘরে অন্য স্বর’, ‘খোয়ারি’, ‘দুধভাত উৎপাত’, ‘দোজকের ওম’, ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’।
প্রশ্ন-১১. আখতারুজ্জামান ইলিয়াস-এর উপন্যাসগুলোর নাম লেখ।
উত্তর : ‘চিলেকোঠার সেপাই’ ও ‘খোয়াবনামা’।
প্রশ্ন-১২. ‘রেইনকোট’ গল্পটি কত সালে প্রকাশিতহয়?
উত্তর : ১৯৯৫।
প্রশ্ন-১৩. আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৯৭ সালে।
প্রশ্ন-১৪. আখতারুজ্জামান ইলিয়াস কোন মাসের কত তারিখ মৃত্যুবরণ করেন?
উত্তর : জানুয়ারি মাসের ৪ তারিখ।
মিসক্রিয়ান্ট শব্দের অর্থ কি?
উত্তর : দুষ্কৃতকারী।
জেনালের স্টেটমেন্ট শব্দের অর্থ কি?
উত্তরঃ সাধারণ বিবৃতি।
‘রেইনকোট’ গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তভূর্ক্ত?
উত্তর : ‘রেইনকোট’ গল্পটি ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গল্পগ্রন্থের অন্তভূর্ক্ত।
‘রেইনকোট’ গল্পের কথক কে?
উত্তর : নুরুল হুদা।
নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক?
উত্তর : কেমিস্ট্রি।
‘রেইনকোট’ গল্পে কখন থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর : ভোররাত থেকে।
‘রেইনকোট’ গল্পে কোন বার থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর : মঙ্গলবার।
‘রেইনকোট’ গল্পে কয়দিন বৃষ্টি থাকবে বলে অনুমান করা হয়?
উত্তর : ৩ দিন।
শনিবারে বৃষ্টি নামলে কয়দিন বৃষ্টি হয় বলে বিশ্বাস আছে?
উত্তর : ৭ দিন।