কম্পিউটার

এনিয়াক (ENIAC), এডস্যাক (EDSAC), ইউনিভ্যাক (UNIVAC) কি?

এনিয়াক কি? (What is ENIAC?)

এনিয়াক প্রথম পর্যায়ের এক ধরনের কম্পিউটার। এটি দশমিক পদ্ধতিতে কাজ করে। অধ্যাপক জন মসলি ১৯৪৬ সালে এ কম্পিউটার তৈরিতে সক্ষম হন। এ কম্পিউটার ছিল আকারে অনেক বড় যার ওজন ছিল ৩০ টন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধিতে নতুন প্রযুক্তি সংযোজনের জন্য এ কম্পিউটারের সৃষ্টি। ENIAC এর পূর্ণরূপ হলো– Electronic Numerical Intergator and Calculator।

এডস্যাক কি? (What is EDSAC?)

এডস্যাক হলো প্রথম পর্যায়ের একটি কম্পিউটার। EDSAC-এর পূর্ণরূপ হলো Electronic Delayed Storaged Automatic Computer। ১৯৪৯ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত গবেষক অধ্যাপক মরিস উইকিলিস প্রথম এডস্যাক কম্পিউটার তৈরি করেন। পরবর্তীতে এ কম্পিউটারের উন্নয়ন সাধন করে ১৯৫০ সালে EDVAC নামে কম্পিউটার তৈরি করা হয়।

ইউনিভ্যাক কি? (What is UNIVAC?)

ইউনিভ্যাক হলো এক ধরনের কম্পিউটার। UNIVAC এর পূর্ণরূপ হলো– Universal Automatic Computer। ১৯৫১ সালে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহারের উদ্দেশ্যে রেসিংটন র‌্যান্ড কোম্পানির ইউনিভ্যাক বিভাগ এ কম্পিউটারটি আবিষ্কার করেন। এ কম্পিউটারে ব্যবহার হতো বৈদ্যুতিক টিউব এবং টিউবগুলোর জন্য অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন হতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button