ভূগোল

শিলামন্ডল কাকে বলে? শিলামন্ডল ও নমনীয় মন্ডললের পার্থক্য কি?

শিলা দ্বারা গঠিত পৃথিবীর বহিরাবরণকে শিলামন্ডল (Lithosphere) বলে। এটি ভূ-পৃষ্ঠ হতে ৩০ কি.মি. পর্যন্ত বিস্তৃত।

শিলামন্ডল ও নমনীয় মন্ডললের পার্থক্য কি?

শিলামণ্ডল ও নমনীয়মণ্ডলের পার্থক্য হলোঃ

শিলামণ্ডল

১) ভূত্বক ও গুরুমণ্ডলের উর্ধ্বাংশে এ স্তর অবস্থিত।

২) এ স্তরের পুরুত্ব ১০০ কিলোমিটার।

৩) শিলামণ্ডল কঠিন ও ভঙ্গুর।

৪) কঠিন শিলামণ্ডল নমনীয়মণ্ডলের উপর ধীরে ধীরে চলতে পারে।

নমনীয়মণ্ডল

১) গুরুমণ্ডলের কঠিন ঊর্ধ্বাংশের নিচে এ স্তর অবস্থিত।

২) এ স্তরের পুরুত্ব প্রায় ৩০০ কিলোমিটার।

৩) এ স্তর গলনাংকের কাছাকাছি হওয়ায় আংশিক নরম।

৪) নমনীয়মণ্ডল কঠিন শিলামণ্ডলের উপর চলতে পারে না।

আরো পড়ুনঃ-

১। ট্রপোমণ্ডল বলতে কি বুঝ? ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য কী কী? Troposphere in Bengali

২। রূপান্তরিত শিলা কাকে বলে? রূপান্তরিত শিলার উদাহরণ ও বৈশিষ্ট্য।

৩। বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলের গঠন ও উপাদান কি কি? Atmosphere in Bengali

৪। তাপমণ্ডল কাকে বলে? তাপমণ্ডলের বৈশিষ্ট্য কি কি? Thermosphere in Bengali

৫। গুরুমণ্ডল কাকে বলে? গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো কি কি?

৬। পাললিক শিলা (Sedimentary rock) কাকে বলে? পাললিক শিলার বৈশিষ্ট্য কি কি?

৭। পর্বত ও মালভূমির পার্থক্য কি?

৮। বারিমণ্ডল কি? What is Hydrosphere in Bengali/Bangla?

৯। উত্তর অয়নান্ত ও দক্ষিণ অয়নান্ত কাকে বলে?

১০। অনুসূর কাকে বলে? ব্যাখ্যা করো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button